| ঢাকা, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

দুঃখজনক ঘটনা: বাসা ছেড়ে পালিয়েছেন পেসার আল আমিন হোসেন

২০২২ সেপ্টেম্বর ০৩ ১৬:০১:০০
দুঃখজনক ঘটনা: বাসা ছেড়ে পালিয়েছেন পেসার আল আমিন হোসেন

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্তের পর বাংলাদেশ জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে মামলা করা হয়। যে কোনো মুহূর্তে আল-আমিন হোসেনকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বলে গতকাল জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে এড়িয়ে বাড়ি থেকে পালিয়ে যান আল আমিন হোসেন। মিরপুর মডেল থানার এসআই সোহেল রানা আজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা গণমাধ্যমে বলেন, “যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তার বাসাতেও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

এদিকে এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহানের এক ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আল আমিন। বাসায় তো ফেরেননি এমনকি তাকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পাওয়া যাচ্ছে না। পুলিশ তাই এখনো গ্রেপ্তারের আওতায় আনতে পারেননি এই ক্রিকেটারকে।

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে