ম্যাথিউস, পুজারা ও মুশফিকের মধ্যে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের নাম ঘোষণা
বরাবরই পারফর্ম করে আসছেন। পুজারা ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান পূরণ করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলংকার দুঃসময়ের সাথী। গত পাঁচ বছরে অর্থাৎ 2017 সালের পর থেকে বর্তমান পর্যন্ত টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে আছেন কে?
চেতেশ্বর পুজারা মুশফিকুর রহিম এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথমে আমরা দেখে নেবো এই 5 বছরে কোন ব্যাটসম্যান কতটি ইনিংস খেলেছেন ? চেতেশ্বর পুজারা মোট ইনিংস খেলেছেন ৯০টি। মুশফিকুর রহিম ইনিংস খেলেছেন ৫৯টি। এঞ্জেলা ম্যাথিউস মোট ইনিংস খেলেছেন ১৬২টি।
এই তিন জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশী ইনিংস খেলেছেন পুজারা। ভারত টেস্ট বেশি খেলে এজন্য প্রজারা সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন এবং সবচেয়ে কম ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম মাত্র ৫৯টি। তার থেকে কিছু ইনিংস বেশি খেলেছেন ম্যাথিউস।
বাংলাদেশ অন্য দলগুলোর মত তেমন একটা টেস্ট খেলে না। যার কারনে মুশফিকুর রহিম কম ইনিংস খেলেছেন। তবে দেখে নেয়া যাক কার রান কত ছিল :
চেতেশ্বর পুজারা এইসময় মোট রান করেছেন ৩৪৫৭। মুশফিকর রহিম রান করেছেন ২৪৮৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ রান করেছেন ২৪৮৬। রানের হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলা চেতেশ্বর পুজারা। তবে মুশফিকুর রহিমের থেকে কিছু ইনিংস বেশি খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউস মুশফিকের থেকে কিছু রান কম করেছেন।
যায় হোক এভারেজ বা গড় দেখলেই বোঝা যাবে আসলে কে ভালো পারফর্ম করেছেন। চেতেশ্বর পূজারার এসময় এভারেজ ৩৯.৭৩। মুশফিকুর রহিমের এসময় এভারেজ ৪৭.৭৮ এবং অ্যাঞ্জেলো ম্যাথুসের সময় এবারের ৪৩ . ৩৮।
এভারেজের হিসেবে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছেন মুশফিকুর রহিম এবং সবচেয়ে পিছিয়ে আছেন চেতেশ্বর পুজারা। তাই মুশফিকুর রহিমকে কিন্তু এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখতে হচ্ছে । আসুন এবার দেখে নেয়া যাক কে কয়টি হাফ সেঞ্চুরি করেছেন গত পাঁচ বছরে। এসময় চেতেশ্বর পুজারা মোট হাফ সেঞ্চুরি করেছেন একুশটি। মুশফিকুর রহিম অন্ড হাফ সেঞ্চুরি করেছেন দশটি। অ্যাঞ্জেলো ম্যাথিউস হাফ সেঞ্চুরি করেছেন ১০ টি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা পুজারা সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেছেন। সবচেয়ে কম ম্যাচ খেলা মুশফিকুর রহিম সবচেয়ে কম হাফ সেঞ্চুরি করেছিলেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস পেলে ৩টি ইনিংস বেশী খেলে একটি হাফ সেঞ্চুরি বেশি করেছেন।
তবে এই ৫ বছরে কার সেঞ্চুরি সংখ্যা কত। এসময় চেতেশ্বর পুজারা মোট সেঞ্চুরি করেছেন আটটি। মুশফিকর রহিম মোট সেঞ্চুরি করেছেন ৬টি। অ্যাঞ্জেলো ম্যাথিউস মোট সেঞ্চুরি করেছেন ৬টি। মুশফিকের থেকে ৩১ টি ম্যাচ বেশি খেলা পুজারা দুটি সেঞ্চুরি বেশি করেছেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মুশফিকুর রহিম সমান সমান সেঞ্চুরির দেখা পেয়েছেন। চেতেশ্বর পূজারার এসময় সর্বোচ্চ রান ছিল ২০২ মুশফিকুর রহিমের সর্বোচ্চ রান ২১৯ নট আউট।
এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের সর্বোচ্চ রান ২০০। টেস্ট ক্রিকেটে তিন ক্রিকেটার এর পরিসংখ্যান থেকে আপনার কি মনে হচ্ছে ? যদিও আমরা এগিয়ে রাখছি মুশফিকুর রহিমকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে স্কেলে যত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন
- নবম পে-স্কেল: ৯০% বেতন বৃদ্ধির সুপারিশ, রিপোর্ট জমা আগামী সপ্তাহেই
- পে স্কেল: ৭ ইস্যু নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন কর্মচারীরা
- পে-স্কেল নিয়ে সুখবর পেলেন যেসব কর্মকর্তারা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, জানুয়ারির শেষে কার্যকর
- নতুন পে স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ পর্যন্ত: কারা পাবেন না এই সুবিধা
- নবম পে স্কেল নিয়ে এলো বড় সুখবর
- নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে যা জানাল কমিশন
- জকসু নির্বাচন ফলাফল: (Live) দেখুন সর্বশেষ তথ্য
- আজকের সোনার বাজারদর: ০৭ জানুয়ারি ২০২৬
- সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে ৯০ শতাংশ পর্যন্ত: কারা পাচ্ছেন বেশি সুবিধা
- ৮ জানুয়ারি পে-কমিশনের মেগা বৈঠক: চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেল
- নবম পে স্কেল: সুপারিশ সামনের সপ্তাহে বেতন বাড়ছে ৯০ শতাংশ!
- নবম পে-স্কেলের ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার: চূড়ান্ত সভায় বসছে বেতন কমিশন
- পে স্কেল নিয়ে তারেক রহমানের দ্বারস্থ সরকারি কর্মচারীরা
