| ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ১৫ ০৯:৪৬:৪৯
১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

আইপিএলের নিলামে মুস্তাফিজ—কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন কাটার মাস্টার?

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতভাবেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাঝেমধ্যে নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে জায়গা করে নেওয়ার নজির আছে তাঁর। সর্বশেষ আসরেও নিলামে অবিক্রিত থাকলেও পরে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ায়।

এবার আবারও আইপিএলের নতুন মৌসুমের আগে আলোচনায় ফিরেছেন ‘কাটার মাস্টার’। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম, তার আগেই মুস্তাফিজকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ভিত্তিমূল্য ২ কোটি, তালিকায় আরও বাংলাদেশিরা

২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে তাঁর সঙ্গে আছেন আরও ৩৯ জন ক্রিকেটার। নিলামে নাম তুলেছেন মোট ৭ জন বাংলাদেশি, মুস্তাফিজ ছাড়াও রয়েছেন— তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

কোন দলে যেতে পারেন মুস্তাফিজ?

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রয়োজন ও দুর্বলতা বিশ্লেষণ করে সম্ভাব্য গন্তব্যের পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকেরা। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিকবাজ মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি দলের নাম সামনে এনেছে— চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

এর আগে ২০২৪ মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন মুস্তাফিজ। অন্যদিকে দিল্লির হয়ে সর্বশেষ আসরসহ তিনবার মাঠে নেমেছেন তিনি। ফলে এই দুই দলের যেকোনো একটিতে আবারও তাঁকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন মুস্তাফিজ

মিনি নিলামের আগে চেন্নাই তাদের অন্যতম ভরসার পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। যদিও ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই শ্রীলঙ্কান পেসারকে তারা আবার নিলাম থেকে কিনতে পারে। তবে ডেথ ওভারে নাথান এলিসের সঙ্গে অভিজ্ঞ আরেকজন পেসার খুঁজছে চেন্নাই—যেখানে মুস্তাফিজ হতে পারেন আদর্শ পছন্দ।

এ ছাড়া স্পিন বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা আছে। রবীন্দ্র জাদেজার রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসর চেন্নাইকে নতুন বিকল্প ভাবতে বাধ্য করতে পারে।

চেন্নাইয়ের হাতে নিলামের জন্য রয়েছে ৪৩.৪০ কোটি রুপি। দলে জায়গা খালি আছে ৯টি, যার মধ্যে ৪টি বিদেশি স্লট। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নেওয়ায় এবার শক্তিশালী স্কোয়াড গড়তেই নিলামে নামবে ধোনির দল। সম্ভাব্য টার্গেটদের তালিকায় আছেন— মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েলসহ আরও কয়েকজন।

দিল্লির পরিকল্পনায় মুস্তাফিজ

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আসরের শেষদিকে তিন ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। ভালো সম্ভাবনা তৈরি করলেও প্লে-অফে উঠতে পারেনি দলটি। তারা শেষ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

এবার নিলামে দিল্লির হাতে আছে ২১.৮০ কোটি রুপি। সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে, যার মধ্যে ৫টি বিদেশি স্লট খালি। গত মৌসুমে ডেথ ওভারে বোলিং ছিল তাদের বড় দুর্বলতা। পাশাপাশি দেশীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ফলে মিচেল স্টার্কের সঙ্গে আরেকজন নির্ভরযোগ্য পেসার খুঁজছে দিল্লি। সে তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন পাথিরানা ও ম্যাট হেনরি। ব্যাটিং শক্তিশালী করতে নজরে থাকতে পারেন কুইন্টন ডি কক, পাথুম নিশাঙ্কা, জনি বেয়ারস্টো বা জেমি স্মিথের মতো তারকারা।

সব মিলিয়ে, এবারের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ঘিরে উত্তেজনার কমতি নেই। চেন্নাই না দিল্লি—কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই কাটার স্পেশালিস্টকে, সে উত্তর মিলবে ১৬ ডিসেম্বর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

আইপিএলের নিলামে মুস্তাফিজ—কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন কাটার মাস্টার? নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতভাবেই ...

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের সম্ভাব্য ...

ফুটবল

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক, 'জনতার দুর্ভোগের মাঝখানে কেন?' – ক্ষোভে ফুঁসছেন ভক্তরা নিজস্ব ...

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

যুব এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান (১৩ ডিসেম্বর) নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে তারুণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের ...