স্কেল নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের বিএড (B.Ed.) স্কেল জটিলতা নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সংশোধিত এমপিও (মাসিক পরিশোধ আদেশ) নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা উচ্চতর স্কেলপ্রাপ্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নতুন নীতিমালায় মূল পরিবর্তনসমূহ
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত হতে যাওয়া সংশোধিত এমপিও নীতিমালায়, নিয়োগের পর বিএড ডিগ্রি অর্জনের সময়সীমা এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে বিদ্যমান জটিলতা দূর করা হয়েছে। নীতিমালাটি যেকোনো সময় প্রকাশিত হতে পারে।
১. পাঁচ বছরের মধ্যে বিএড: নতুন বিধান অনুযায়ী, নিয়োগ সুপারিশের পাঁচ (৫) বছরের মধ্যে কোনো শিক্ষক যদি বিএড বা সমমানের ডিগ্রি অর্জন করেন, তবে তিনি জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উচ্চতর বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
২. স্বীকৃত সকল প্রতিষ্ঠান থেকে ডিগ্রি: শুধুমাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ নয়, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউজিসি-অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরাও বিএড স্কেল পাবেন।
নীতিমালা কী বলছে? (ধারা ১১.৩)
সংশোধিত এমপিও নীতিমালার ১১.৩ ধারায় স্পষ্ট করে বলা হয়েছে:
"নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষায় ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী যোগদানের পাঁচ (৫) বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ অথবা সরকার কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি (UGC) কর্তৃক অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শিক্ষায় ডিগ্রি (বিএড/বিএমএড/সমমান) অর্জন করলে, তিনি এ ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।"
এক্ষেত্রে, শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এই গ্রেডটি উচ্চতর স্কেল/গ্রেড হিসেবে গণনাযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
পুরনো শিক্ষকদের জন্য সময়সীমা
এই জনবলকাঠামো জারির পূর্বে যারা শিক্ষায় ডিগ্রিবিহীন অবস্থায় এমপিওভুক্ত হয়েছেন, তারাও নীতিমালার তারিখ থেকে পরবর্তী পাঁচ (৫) বছরের মধ্যে উপরোক্ত প্রতিষ্ঠানগুলো থেকে বিএড বা সমমানের ডিগ্রি অর্জন করে উচ্চতর স্কেল লাভ করতে পারবেন।
দীর্ঘদিনের জটিলতার অবসান
এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি বিএড কলেজের মান একই হওয়া সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবল ২৩টি কলেজ থেকে ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিত। আইনি জটিলতা ও আদালতের রায়ের ভুল ব্যাখ্যার কারণে অসংখ্য শিক্ষক স্কেলবঞ্চিত হচ্ছিলেন। নতুন নীতিমালায় এই বৈষম্যমূলক পরিস্থিতি ও দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে স্কেল; চিকিৎসা ভাতা বাড়ল যত
- জানুয়ারিতেই নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন হচ্ছে দ্বিগুণ
- পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত
- নতুন বেতন কাঠামোতে কার বেতন কত বাড়ছে
- আজকের সোনার বাজারদর: ১৯ জানুয়ারি ২০২৬
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করার প্রস্তাব
- রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস
- নতুন পে-স্কেল ২০২৬: জানুয়ারি থেকেই বেতন বাড়ছে সরকারিদের
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- নতুন পে-স্কেলে বড় সুখবরের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা
- ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ধসে পড়ল ঘরবাড়ি
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা যে দিন; একক্লিকে যেভাবে দেখবেন
- শবে বরাত কবে, যা জানা গেল
- নতুন পে-স্কেল ও অর্থনীতি নিয়ে বড় বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
- দিন হবে রাতের মতো অন্ধকার: আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
