| ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কনওয়েকে আউট করে জুটি ভাঙলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ২০:২২:৩৫
কনওয়েকে আউট করে জুটি ভাঙলেন সাকিব

সেই সাকিবেই ব্রেকথ্রু! কনওয়ের রিভার্স সুইপের চেষ্টা সফল হয়নি। রিভিউ নিয়েও বাঁচেননি এলবিডব্লিউ থেকে। বল ট্র্যাকিং দেখিয়েছে তিনটি লাল। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট কনওয়ে, বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বস্তি পাবে ৮০ রানের এ জুটি ভেঙে। ২১তম ওভারের প্রথম বলে তারা পেয়েছে দ্বিতীয় উইকেটের দেখা।

সপ্তম ওভারে এভাবে বেঁচে গিয়েছিলেন ডেভন কনওয়ে। ১৯তম ওভারে বাঁচলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লিক করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে, শর্ট মিডউইকেটে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগাতে পেরেছেন শুধু তাসকিন। জুটি তাই ভাঙা হয়নি বাংলাদেশের।

১৫তম ওভারে অবশেষে দেখা মিলল স্পিনারের। নিজেই এসেছেন সাকিব। ব্যাটিংয়ের সময় টান পেয়েছিলেন, বোলিংয়েও খুব একটা স্বস্তিতে আছেন বলে মনে হয়নি বাংলাদেশ অধিনায়ককে।

অন্য প্রান্তে এরপর এসেছেন মিরাজ। উইলিয়ামসন ও কনওয়ের জুটিতে ৫০ পেরিয়ে গেছে। রবীন্দ্রকে শুরুতেই হারানোর ধাক্কা অনেকটাই সামলে এনেছেন দুজন।

মনে করিয়ে দেওয়া যেতে পারে, নবম ওভারে প্রথম স্পিনার এনেছিল নিউজিল্যান্ড। এরপর ৪৫তম ওভার পর্যন্ত এক প্রান্ত থেকে টানা করে গেছেন স্পিনাররা। মিচেল স্যান্টনার (১০), গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র মিলে ১৯ ওভারে দিয়েছিলেন ৮১ রান, নিয়েছিলেন ২ উইকেট। তবে স্যান্টনারদের বোলিং এক প্রান্ত থেকে চাপ ধরে রেখেছিল।

মাঝে ২ ওভার বাউন্ডারি ছিল না, আবারও সে খরা কাটল কনওয়ের শটে। তাসকিনকে ফ্লিক করেছেন। ১৩তম ওভারে ৫০ পেরিয়েছে কিউইরা। শেষ বলে থার্ডম্যান দিয়ে আরেকটি মেরেছেন উইলিয়ামসন।

এ ওভারের পঞ্চম বলে রিভিউও হারিয়েছে বাংলাদেশ। কনওয়ের বিপক্ষে কট-বিহাইন্ডের সিদ্ধান্তে। আম্পায়ার কুমার ধর্মসেনা অবশ্য সেটিতে ওয়াইডই দিয়েছিলেন। দেখে মনে হয়েছে, উইকেটকিপার মুশফিক আগ্রহী ছিলেন না, তবে তাসকিন ও মিরাজের উৎসাসে রিভিউয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

অন্য প্রান্তে মোস্তাফিজের জায়গায় তাসকিন এসে প্রথম বলটি অফ স্টাম্পের বেশ বাইরে করলেও ১ রানের বেশি দেননি।

তবে আগের ওভারে দুটি চার দিলেও শরীফুলকে দেওয়া হয়েছে টানা পঞ্চম। সেটি পরিণত হয়েছে খরুচে এক সিদ্ধান্তে। এবার উইলিয়ামসন মেরেছেন দুটি চার, দুটিই অফ স্টাম্পের বাইরে পেয়ে কাভার দিয়ে।

প্রথম পাওয়ারপ্লে শেষ। পরের ৩০ ওভারে বৃত্তের বাইরে থাকতে পারবেন ৪ জন, ফলে সিঙ্গেলের সুযোগ স্বাভাবিকভাবেই বাড়বে নিউজিল্যান্ডের।

মাঝে ৪ ওভারে আসেনি কোনো বাউন্ডারি। সে খরা কাটালেন কনওয়ে। সেটিও দুটি চার মেরে। শরীফুল দিয়েছেন ৯ রান, ৪ ওভারে ১৪ রান। আরেকটি ওভার করানো হবে তাঁকে দিয়ে নাকি আসবেন নতুন কোনো বোলার?

বাঁদিকে ডাইভ দিয়ে নাগালও পেয়েছিলেন মিরাজ, কিন্তু রাখতে পারেননি। পারলে সেটি হতো দুর্দান্ত এক ক্যাচ, বাংলাদেশ পেত ডেভন কনওয়ের উইকেট। মোস্তাফিজ অবশ্য ধরে রেখেছেন আঁটসাঁট লাইন ও লেংথ।

কেইন উইলিয়ামসনের প্যাডে দুবার আঘাত করেছেন শরীফুল। প্রথমটিতে বেশ জোরাল আবেদনই হয়েছিল, যদিও রিভিউ নেয়নি বাংলাদেশ। সেটি যেত স্টাম্পের ওপর দিয়ে। পরেরটিও তাই। এবার অবশ্য আবেদনই করেনি বাংলাদেশ। তবে শরীফুল করেছেন দারুণ এক ওভার।

সেবার নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভেঙেছিল ষষ্ঠ ওভারে, ৩৫ রানে। আজ সেটি তৃতীয় ওভারেই ভেঙেছে, ১২ রানে। নিউজিল্যান্ড ওভালে জিতেছিল ২ উইকেটে, আজ ফল কী হবে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সাকিব-শিশিরের বিচ্ছেদ, জানুন আসল সত্য

সাকিব-শিশিরের বিচ্ছেদ, জানুন আসল সত্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নাম সাকিব আল হাসান। রাজনীতিতে যুক্ত হওয়ার পর ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্ব: ২০২৫ সালেআর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সূচি

বিশ্বকাপ বাছাইপর্ব: ২০২৫ সালেআর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লাতিন আমেরিকার বাছাইপর্বে আর্জেন্টিনা আগামী চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...