৬০ বছরের ফুটবল ইতিহাসে ব্যালন ডি’ অরের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন এমিলিয়ানো মার্তিনেজ

প্যারিসে ব্যালন ডি’ অরের অনুষ্ঠানে সবার চোখ ছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজের দিকে। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র অনুপস্থিত ছিলেন, আর ইনজুরির কারণে রদ্রি ক্রাচে ভর করে অংশ নিয়ে স্পেনের জন্য মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন, যা স্পেনের ফুটবলে ৬৪ বছর পর বড় একটি অর্জন।
এই একই অনুষ্ঠানে আরেকটি অনন্য সম্মান পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফ্রান্স ফুটবল ২০১৯ সাল থেকে কিংবদন্তি লেভ ইয়াশিনের নামে সেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিয়ে আসছে। এ বছর এই সম্মানিত ট্রফি মার্তিনেজের হাতে উঠে, যা অনেকটাই প্রত্যাশিত ছিল, কারণ তিনিই একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’ অরের সেরা ৩০-এর মধ্যে স্থান পান। মার্তিনেজ প্রথম গোলরক্ষক হিসেবে দুইবার এই স্বীকৃতি লাভ করেন।
২০২০ সাল থেকে প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা মার্তিনেজ দারুণ সব সেভ করে ক্লাবকে প্রায় ৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার পথে এনেছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ও তার কৃতিত্ব। এই কারণে মাঠে ও মাঠের বাইরে সবার প্রেরণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ব্যালন ডি’ অরের মঞ্চেও তার প্রতি ভক্তদের আগ্রহ ছিল বেশ।
পুরস্কার গ্রহণের সময় মার্তিনেজ বলেন, ‘এটা আমার জন্য বিশাল এক অর্জন। ছোটবেলা থেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। অল্প বয়সে ইংল্যান্ডে এসে অ্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি। একবার এই পুরস্কার জেতাই সম্মানের, সেখানে পরপর দুইবার জেতা আমার জন্য অবিশ্বাস্য।’
তবে মার্তিনেজ নিজেকে সেরা ভাবেন না, ‘আমি নিজেকে সেরা হিসেবে দেখি না। অনেক ভালো গোলরক্ষক আছেন, যাদের প্রতি সপ্তাহেই খেলতে দেখি। আমি দলীয় প্রচেষ্টাকেই প্রাধান্য দিই এবং নিজের উন্নতির জন্য কাজ করি। আশা করি, অ্যাস্টন ভিলার হয়ে আমরা আরও উন্নতি করব।’
ইয়াসিন ট্রফির বিজেতারা এক নজরে: ২০১৯: অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল) ২০২০: ছিল না ব্যালন ডি' অরের আয়োজন ২০২১: জিয়ানলুইজি ডোনারুম্মা (এসি মিলান, ইতালি) ২০২২: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম) ২০২৩: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা) ২০২৪: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তুমুল সংঘর্ষ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে, ৫৪ জনের মৃত্যু
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়লো সরকারি কর্মকর্তা কর্মচারীদের
- আলেমদের বেইজ্জতি করার পরিণতি সাতক্ষীরা চেয়ারম্যান
- তুমুল লড়াই, নিহত ভারতীয় সেনা
- ফিরে আসছেন শেখ হাসিনা
- ভারত থেকে যে ৩৩ পন্য আমদানী বন্ধ
- ৫ আগস্ট সংসদ ভবনে লুকিয়ে থেকে কিভাবে বেঁচে ফিরলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
- মারা গেছেন চিত্রনায়ক রুবেল, সত্যতা নিয়ে যা জানা গেল
- অভিনেতা সিদ্দিক যেভাবে আটক হলেন
- উত্তেজনার মধ্যে বাংলাদেশকে বার্তা পাঠাল পাকিস্তান
- বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ, খাদ্য মূল্যস্ফীতিতে টানা দ্বিতীয় বছর
- পাক-আফগান সীমান্তে বড়সড় অভিযানে ৭১ সন্ত্রাসী নিহত
- ভারতকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে, এটা কোনভাবেই কম হবে না
- পর্যটকের ক্যামেরায় ধরা পড়লো কাশ্মীর হামলার দৃশ্য
- সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর