খেলা চলাকালীন কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়লেন মেসি
'এই যদি শেষ হয়, তবে শেষটা সুন্দর হলেও পারতো।' সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির কান্নাভেজা ছবির ক্যাপশনে এমনই এক বাক্য লিখেছেন কোনো এক ভক্ত। লিওনেল মেসিকে এত ঘন ঘন কাঁদতে দেখেননি ভক্তরা। ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হারার পর, আমেরিকার মাটিতে লিও মেসি কান্নায় ভেঙে পড়েন। ৮ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে চোখের জল ফেললেন মেসি।
মেসি তার শেষ কোপা আমেরিকা ম্যাচ খেলেছেন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। কিন্তু ম্যাচের আগেই মানসিকভাবে ভেঙে পড়ে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে কলম্বিয়ান সমর্থকদের প্রচণ্ড আক্রমণের শিকার হন আর্জেন্টাইন খেলোয়াড়দের স্বজনরা। পুরো ম্যাচে এই মানসিক চাপ থেকে রেহাই পায়নি তারা।
তারপরও মাঠে লিওনেল মেসির মতো তারকা থাকায় আর্জেন্টিনার জন্য আশা ছিল। ৩৭ তম মিনিটে কলম্বিয়ার রাইট-ব্যাক সান্তিয়াগো আরিয়াস আক্রমণে প্রবেশের পর তাকে বাধা দেন। সেখানে জোরালো ট্যাকলের পর পায়ের গোড়ালি মচকে যায় লা পুলগার। এরপর মেসিকে ব্যথানাশক ওষুধ দিয়ে সাময়িক চিকিৎসা দেওয়া হয়। তার অভিব্যক্তি বলছে গোললাইনের কাছে বাজে ট্যাকলের শিকার হয়েছেন তিনি।
তবু অধিনায়ক মেসি সময় নেননি। সাইডলাইনে গেলেও খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই। এরপরের ২৫ মিনিট বিরতির পর আবার ফিরলেন মাঠে। তবে এবারের মেসি আরও বেশি সাবধানী। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে এলো দুঃস্বপ্নের ক্ষণ। লিওনেল মেসি এবার নিজেই ভারসাম্য হারালেন মচকে যাওয়া পায়ে।
সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে। সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েছেন এলএমটেন। বোঝাই গিয়েছে, শেষটা এমন চাননি মেসি। কান্নাভেজা মেসির পাশে লিয়ান্দ্রো পারেদেস। যে পারেদেস বিশ্বকাপ জয়ের পর মেসিকে জড়িয়ে ধরেছিলেন সবার আগে।
অনেকেই এই ম্যাচকে দেখেছিলেন লিওনেল মেসির শেষ ম্যাচ হিসেবে। আর্জেন্টিনার সাংবাদিকদের অনেকেই বিশ্বাস করেন, এটাই শেষ। তবে এমনই যদি শেষ হয়, সেটা হয়ত মেসির মতো করে কাঁদাবে আরও অনেককেই। নিজের শেষ ম্যাচটাকে মেসি শেষ করতে পারেননি। শিরোপার রঙে রাঙাতে পারেন কিনা সেটাই আপাতত দেখার অপেক্ষা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল: নতুন বেতনের সুপারিশ যেমন হবে জানালো কমিশন
- নবম পে-স্কেল আসছে ৩ ধাপে: বেতন শুরু জানুয়ারি ২০২৬ থেকে
- পে-স্কেলের সুপারিশ জমা নিয়ে সুখবর
- নবম পে স্কেল বাস্তবায়ন: তিন ধাপের পরিকল্পনা চূড়ান্ত করল কমিশন
- পে-স্কেল: আসছে ২৬ ডিসেম্বর নতুন ঘোষণা
- ৯ম পে-স্কেল: নতুন ঘোষণা আগামী শুক্রবার
- ২০২৬ সালেই ৯ম পে-স্কেল; সর্বনিম্ন বেতন হতে পারে ৩৫ হাজার টাকা!
- মনোনয়নে বিএনপির বড় রদবদল: যাদের কপাল খুলল
- চমকে যাওয়ার মতো তথ্য দিলেন শুটার ফয়সালের আপন চাচি
- বাংলাদেশে যে রক্তের গ্রুপে হার্ট অ্যাটাক বেশি হয়
- সরকারি কর্মচারীদের নতুন প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩২ হাজার ও সর্বোচ্চ ১.২৮ লাখ দাবি
- পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানাল কমিশন
- কেন আটকে আছে নতুন পে-স্কেল
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ ডিসেম্বর ২০২৫
- আজকের স্বর্ণের বাজারদর: ২১ ডিসেম্বর ২০২৫
