| ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

তামিম কেন কেঁদেছেন, সেটিও বুঝতে পারছেন না বিসিবি সভাপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৭ ১৭:৫৭:৩৯
 তামিম কেন কেঁদেছেন, সেটিও বুঝতে পারছেন না বিসিবি সভাপতি

তামিম ইকবালের অবসরের পেছনে তাঁর কথার কোনো প্রভাব থাকতে পারে, সেটি বিশ্বাস করেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তামিম কেন কেঁদেছেন, সেটিও বুঝতে পারছেন না তিনি। তামিমের হঠাৎ অবসর প্রসঙ্গে আগে থেকে কিছু জানেন না বলেও দাবি করেছেন বিসিবি সভাপতি।

আফগানিস্তান সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজে শতভাগ ফিট নন বলে জানান তামিম। প্রথম ওয়ানডেটা খেলেই তাঁর ফিটনেস কোন পর্যায়ে আছে, সেটি বোঝার চেষ্টা করবেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক। তবে সংবাদমাধ্যমে তামিমের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি। আজ দুপুরে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর বিসিবি সভাপতির প্রতিক্রিয়া আবারও আলোচনায় আসে। তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্তে তাঁর অমন মন্তব্যের কোনো প্রভাব থাকতে পারে কি না, এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘বিন্দুমাত্রও না। ওয়ান পারসেন্টও না।’

তবে খেলার জন্য কেউ ফিট কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত আগেই জানাতে হবে—এটাও জানিয়ে দিয়েছেন নাজমুল। তাঁর কথা, ‘আবার বলছি, যতবার এমন পরিস্থিতি আসবে, যেকোনো খেলোয়াড়, যদি সে মনে করে খেলার দিন সে সিদ্ধান্ত নেবে খেলবে কি খেলবে না—এগুলো চলবে না। হয় আপনি ফিট, অথবা নন। ফিট থাকলে দলে থাকবেন, না হলে না। এটাই সবার কাছে বার্তা। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এর ব্যত্যয় ঘটে। এটা আমি করবই।’

তাঁর এমন মনোভাব কারও অবসরের কারণ হতে পারে বলেও মনে করেন না নাজমুল, ‘একজন–দুজন নিয়ে কথা না। এটার কারণে কেউ অধিনায়কত্ব ছেড়ে দিতে পারে বা আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিতে পারে, এটা আমার বিশ্বাস হয় না।’

তামিম সংবাদ সম্মেলন ডাকার পর থেকেই নাজমুল এর বিষয়ে জানতে চেয়েছেন। তবে তামিমের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও পারেননি। আজ সংবাদ সম্মেলন দেখার পর তাঁর প্রতিক্রিয়া কী, এ বিষয়ে জানতে চাওয়া হলে নাজমুল বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কান্নারই–বা কী হলো। তাকে তো কেউ বসতে বলে নাই। (এমন) করতেও বলে নাই। নিজে থেকে করেছে, এরপর কাঁদছে কেন?’

তামিমের এমন সিদ্ধান্ত আচমকা আসেনি বলেও মনে করেন তিনি, ‘এগুলো পরিকল্পিত। এখন গায়েব হয়ে গেছে কেন? এত দিন না হয় ভেবেছে আমরা আটকাতে চেষ্টা করব, যাতে না করে। এখন করেই ফেলছে। এখন বন্ধ করে রাখছে কেন? আর কী বলব, বলেন? খুবই দুঃখজনক।’

অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে তামিমই বাংলাদেশের বোর্ডের পরিকল্পনায় ছিলেন বলেও জানিয়েছেন নাজমুল। তামিমও সেটি জানতেন বলে দাবি তাঁর, ‘সময়ই তো নাই আমার। আর হঠাৎ করে অধিনায়কত্ব বদলানো সহজ না। কিন্তু আগে বলে না কেন? কাউকে তো জোর করে খেলানো যাবে না। আমাকে বলল সে বিশ্বকাপ খেলবে, চ্যাম্পিয়নস ট্রফিও খেলবে। এখন হঠাৎ করে, তা–ও আবার সিরিজের মাঝখানে! বলতে পারত দুইটা ম্যাচ খেলবে না, পুরা স্বাচ্ছন্দ্যবোধ করছে না।’

পুরো ঘটনায় নাজমুলকে যারপরনাই অবাক, ‘আমাদের সাথে বসতে পারত, কথা বলতে পারত। কেউ কিছু জানে না, মানে অদ্ভুত কাহিনি। খুবই আশ্চর্য লাগছে। এগুলা করে লাভ কী? দলের জন্যও তো খারাপ এটা। সব বাদ দেন। সিরিজ চলছে, এর মাঝে খারাপ না এটা? এখন নিশ্চয়ই (সবার) মাথায় চলছে কী হয়েছে না হয়েছে—এটা বের করা। আর একটা হচ্ছে—কে হচ্ছে অধিনায়ক। এসব আমরা তো চাই না।’

এর আগে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের বিভিন্ন সংস্করণ থেকে হঠাৎ অবসরের পর তামিমের এমন সিদ্ধান্ত ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য ভালো উদাহরণ তৈরি করছে না বলেও মনে করেন নাজমুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, লাইভ দেখুন এখানে

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার ধকল কাটিয়ে উঠার খুব একটা সময় পায়নি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে পাল্টে গেল ২০২৭ বিশ্বকাপ খেলার সমীকরণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে পাল্টে গেল ২০২৭ বিশ্বকাপ খেলার সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটে যেন দীর্ঘদিনের হতাশার পর স্বস্তির নিঃশ্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক ...

ফুটবল

ভোরে বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম মরক্কো, যেভাবে দেখবেন

ভোরে বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম মরক্কো, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপ চিলি ২০২৫-এর। ...

শেষ হল আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল

শেষ হল আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল

নিজস্ব প্রতিবেদন: (২০ অক্টোবর ২০২৫) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা নামল অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপ ...