| ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন মুশফিক-রিয়াদ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৭ ১১:৪৫:৪০
বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন মুশফিক-রিয়াদ

একটা সময় বাংলাদেশে ক্রিকেটে ওপেনিংয়ে কোনো ভরসার নামই ছিল না। সেই আশার পালে আলো দেখিয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুতেই অবলীলায় আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরিয়ে দিতেন। এরপর তো ১৬ বছরের ক্রিকেট জীবনে টাইগারদের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং এই ওপেনার।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে তার বিদায়ের ঘোষণার পর আজ রাতে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলে এক সময়ের সতীর্থরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’

এদিকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তাঁর রয়েছে অসামান্য অবদান। তাঁর ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খবরটি শুনে আমি ভীষণ শকড। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার দিক-নির্দেশনা, আমার কাঁধে আপনার সহযোগিতার হাত খুব মিস করবো তামিম ইকবাল ভাই’।

ওপেনিংয়ে তামিমের এক সময়ের সঙ্গী সৌম্য সরকার লিখেছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের একটা অংশ এবং এটা নিয়ে আমরা দুঃখিত না হই। বরং ভালো স্মৃতিগুলোকে ধারণ করে সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আমাদের সঙ্গে অসংখ্য স্মৃতি রেখে আপনি চলে যাচ্ছেন। আপনাকে আমাদের প্রত্যেকে মিস করবে। নতুন গন্তব্যে আপনার যাত্রা শুভ হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই’।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

পাকিস্তানেপ বিপক্ষে ৯ বছর পর জয়, বাংলাদেশের রেকর্ডময় প্রত্যাবর্তন!

পাকিস্তানেপ বিপক্ষে ৯ বছর পর জয়, বাংলাদেশের রেকর্ডময় প্রত্যাবর্তন!

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টিতে মূল দলের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে অবশেষে জয়ের দেখা ...

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম: মাত্র ২০ ইনিংসে ৫৫ ছক্কা!

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম: মাত্র ২০ ইনিংসে ৫৫ ছক্কা!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে পেল এক নতুন বিস্ফোরক তারকা—তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ...

ফুটবল

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন—এই দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...