IPL Auction 2026: নিলাম শেষ, দেখে নিন কে কোন দলে
IPL Auction 2026: সাত ঘণ্টার ম্যারাথন শেষে শেষ হলো নিলাম, জানুন কে কোন দলে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় সাত ঘণ্টার টানটান উত্তেজনার বিডিং যুদ্ধ শেষে শেষ হলো ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি নিলাম। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত এই নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের মধ্য থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পান। রেকর্ড দামে বিক্রি, আনক্যাপড ক্রিকেটারদের ইতিহাস গড়া মূল্য এবং শুরুতে আনসোল্ড থাকা তারকাদের শেষ মুহূর্তে দল পাওয়ার নাটকীয়তায় এবারের নিলাম ছিল স্মরণীয়।
নিলামের সবচেয়ে বড় আকর্ষণ: কলকাতার দাপট ও রেকর্ড ব্যয়
এই নিলামে সবচেয়ে বেশি আলোচনায় ছিল কলকাতা নাইট রাইডার্স। একের পর এক বড় নাম কিনে তারা কার্যত নিজেদের পার্স প্রায় শূন্য করে ফেলে।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় KKR। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী গ্রিন ব্যক্তিগতভাবে পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে জমা যাবে।শ্রীলঙ্কান গতিতারকা মথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নেয় কলকাতা।বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ত্রিমুখী লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ টাকায় তাঁকেও দলে ভেড়ায় KKR।
আনক্যাপড ক্রিকেটে ইতিহাস লিখল চেন্নাই
এবারের নিলাম আনক্যাপড ক্রিকেটারদের জন্য ছিল ঐতিহাসিক। চেন্নাই সুপার কিংস দুই তরুণ প্রতিভা প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে প্রত্যেককে ১৪ কোটি ২০ লাখ টাকায় দলে নেয়। এর মাধ্যমে তারা আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটারে পরিণত হন।
শেষ বেলায় ভাগ্য বদল: আনসোল্ড থেকে কোটিপতি
নিলামের শুরুতে অবিক্রিত থাকা বেশ কয়েকজন তারকা শেষ বেলায় অ্যাক্সিলারেটেড রাউন্ডে গিয়ে বড় অঙ্কে দল পান।
লিয়াম লিভিংস্টোন প্রথম পর্বে ২ কোটি বেস প্রাইসে আনসোল্ড থাকলেও শেষ পর্যন্ত ১৩ কোটি টাকায় তাঁকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।উইকেটকিপার জশ ইংলিস প্রথমে অবিক্রিত থাকলেও ৮ কোটি ৬০ লাখ টাকায় লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন।রাহুল চাহারকে ৫ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় চেন্নাই।পৃথ্বী শ নিলামের একেবারে শেষ মুহূর্তে ৭৫ লাখ বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে ফেরেন।সরফরাজ খানও শেষ পর্যন্ত ৭৫ লাখ টাকায় চেন্নাইয়ের জার্সি পরেন।রাচিন রবীন্দ্র ও আকাশ দীপকে যথাক্রমে ২ কোটি ও ১ কোটি টাকায় দলে নেয় কলকাতা।বেন ডোয়ারশুইস ৪ কোটি ৪০ লাখ টাকায় পাঞ্জাব কিংসে যোগ দেন।
আন্তর্জাতিক তারকাদের দল পাওয়া
জেসন হোল্ডার ৭ কোটি টাকায় গুজরাট টাইটান্সে যোগ দেন।পাথুম নিশঙ্কা ৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যান।কাইল জেমিসন ২ কোটি টাকায় দিল্লিতে যোগ দেন।লুঙ্গি এনগিডি, ম্যাট হেনরি ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে বেস প্রাইস ২ কোটি টাকায় যথাক্রমে দিল্লি, চেন্নাই ও লখনৌ দলে নেয়।
বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য
মুস্তাফিজুর রহমান ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।তাসকিন আহমেদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি, ফলে তিনি আনসোল্ডই থাকেন।রিশাদ হোসেনের নাম শেষ পর্যন্ত নিলামে আর তোলা হয়নি।
নিলামের বড় আনসোল্ড নাম
এই নিলামে শেষ পর্যন্ত দল পাননি ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টো, রহমানুল্লাহ গুরবাজ, মাইকেল ব্রেসওয়েল, শন অ্যাবট, জশ ফ্রেজার ম্যাকগার্ক, কুমার কার্তিকেয় এবং বাংলাদেশের তাসকিন আহমেদ।
দলভিত্তিক গুরুত্বপূর্ণ সংযোজন
কলকাতা নাইট রাইডার্স
ক্যামেরন গ্রিন, মথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, আর দক্ষ কামরা।
চেন্নাই সুপার কিংস
প্রশান্ত বীর, কার্তিক শর্মা, রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, সরফরাজ খান।
দিল্লি ক্যাপিটালস
আকিব নবি দার, পাথুম নিশঙ্কা, ডেভিড মিলার, বেন ডাকেট, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, পৃথ্বী শ।
সানরাইজার্স হায়দরাবাদ
লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ড, শিবম মাভি, সলিল অরোরা।
লখনৌ সুপার জায়ান্টস
জশ ইংলিস, অনরিখ নর্ৎজ়ে, ওয়ানিন্দু হাসারঙ্গা, নমন তিওয়ারি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেঙ্কটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ড্যাফি।
গুজরাট টাইটান্স
জেসন হোল্ডার, অশোক শর্মা।
রাজস্থান রয়্যালস
রবি বিষ্ণোই, বিগনেশ পুথুর।
পাঞ্জাব কিংস
বেন ডোয়ারশুইস, কুপার কনোলি।
মুম্বই ইন্ডিয়ান্স
কুইন্টন ডি কক।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৮ ডিসেম্বরে পে-স্কেল ঘোষণা, যা জানা গেল
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: তিন ধাপে আসছে নবম পে-স্কেল
- নবম পে-স্কেল: গেজেট নেই, ১৮ ডিসেম্বর নতুন সিদ্ধান্ত আসছে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ ডিসেম্বর ২০২৫
- পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা: শেষ ভরসা অর্থ উপদেষ্টা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ ডিসেম্বর ২০২৫
- Ipl Auction 2026: মুস্তাফিজের দিকে নজর ৫ দলের
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, মুস্তাফিজের অবস্থান কি
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আইপিএল ২০২৬ নিলাম: মুস্তাফিজ-রিশাদের অবস্থান
- ওসমান হাদির বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু
- IPL Auction 2026: সরাসরি দেখুন
- পে-স্কেল নিয়ে আল্টিমেটাম শেষ, সর্বশেষ যা জানা গেল
- প্রায় ১২ কোটি টাকায় আইপিএলে বিক্রি হলেন মুস্তাফিজ
- আইপিএল ২০২৬ মিনি-নিলাম: সরাসরি যেভাবে দেখবেন
