বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা, দেখে নিন ম্যাচ সময়
বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৮ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।
আর্জেন্টিনা ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে এবং ২০ নভেম্বর ভোর ৬টায় পেরুর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে।
তবে, এই দলে জায়গা পাননি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। দলটির সার্বিক ফর্ম এবং প্রতিযোগিতামূলক অবস্থানের কারণে তিনি স্কোয়াডে স্থান পাননি। এছাড়া বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়া।
এদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন জুভেন্তাসের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। অন্যদিকে, যদিও কিছুটা চোটের আশঙ্কা ছিল, তবুও ক্রিশ্চিয়ান রোমেরো ও জিওভান্নি লো সেলসো দলে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া এবং লাৎ্সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।
এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, এবং উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, এবং পঞ্চম স্থানে রয়েছে ইকুয়েডর (১৩ পয়েন্ট)।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল:
গোলকিপার:
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), জিরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জেরমান পেৎজেল্লা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার:
এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)
ফরোয়ার্ড:
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), ভালেন্তিন কাসতেয়ানোস (লাৎ্সিও)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- যত বাড়তে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন
- প্রার্থী তালিকায় নেই রিজভী-নজরুল: বাদ পড়ার কারণ জানাল বিএনপি সূত্র
- পে স্কেল বাস্তবায়ন জানুয়ারিতে: ১৫ লাখ কর্মীর বেতন দ্বিগুণ
- নতুন পে স্কেলে বাড়ল বিশেষ ভাতা
- গ্রেড অনুসারে বাড়ছে মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেড পাবে ২৫%, সর্বনিম্ন বৃদ্ধি ৪০০০ টাকা
- আজকের সোনার বাজারদর: ৩ নভেম্বর ২০২৫
- একটু পর মাঠে নামবে আর্জেন্টিনা বনাম বেলজিয়াম: সরাসরি দেখুন এখানে
- নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা করার চুড়ান্ত প্রস্তাব!
- নতুন পে স্কেল: সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং ২০ গ্রেড কমে হচ্ছে ১২টি
- যে কারনে বিএনপির প্রার্থী তালিকায় নেই নাম দুদুর
- কোন মাসে কার্যকর হবে নতুন পে স্কেল
- আজকের সোনার বাজারদর: ৪ নভেম্বর ২০২৫
- গ্রেড কমে ১২টি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সর্বনিম্ন বেতন কত নির্ধারণের প্রস্তাব দেওয়া হলো
- দ্বিগুণ হচ্ছে সরকারি বেতন: ২০২৬ থেকে নতুন পে স্কেল, চাপে ৪ কোটি চাকরিজীবী
- স্বর্ণের বাজারে ফের বড় পতন
