আওয়ামী লীগ প্রভাবশালী নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। ইউপি সভাপতি হিলাল দেওয়ান জানান, মেয়েটি শনিবার বিকেলে উপজেলার বাঁশ তেল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মিয়ার বাড়িতে বিয়ের দাবি নিয়ে যায়।
খবর শুনে উত্তেজিত জনতা বাড়িতে ভিড় করে। লাল মিয়ার বিবাহিত স্ত্রী ও শাশুড়ি বারান্দার লোহার গেট বন্ধ করে বাড়িতে অবস্থান করছিলেন।
কলেজছাত্রীর দাবি, সাত বছর আগে লাল মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কলেজ ছাত্রী বিয়ের জন্য পীড়াপীড়ি করলে লাল মিয়া নানা অজুহাতে তা এড়িয়ে যান। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সালিশ ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে সে প্রতিশ্রুতি রাখেনি।
গত ২৩ জুলাই বিয়ের দাবিতে ওই কলেজছাত্রী লাল মিয়ার বাড়িতে এলে এ সময় লাল মিয়ার স্ত্রী ওই ছাত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় গত শুক্রবার বিকেলে লাল মিয়া ওই কলেজছাত্রীকে আজগানা ইউনিয়নের চিৎস্বরী গ্রামের মামার বাড়িতে নিয়ে যায়।
কলেজছাত্রী বলেন, সেখানে বিয়ের দাবি তুললে লাল মিয়া তার স্ত্রী ও আত্মীয়দের খবর দিয়ে ওই বাড়িতে নেন। তারা গিয়ে শনিবার বাঁশতৈল পরিষদে বিয়ে পড়ানোর কথা বলে চলে আসেন।
শনিবার সকালে বাঁশতৈল ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সালিশ বসে। সেখানে হেলাল নামে স্থানীয় এক ব্যক্তি লাল মিয়াকে কৌশলে পালাতে সহায়তা করেন।এরপর বিকালে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে লাল মিয়ার বাড়িতে অবস্থান নেন। বাড়ির উঠানে বসে রাত্রি পার করেন।
লাল মিয়ার স্ত্রী তার স্বামীর সঙ্গে বিয়ে না করিয়ে অন্যভাবে মেয়েটিকে বাড়ি থেকে তাড়ানোর কথা বলেন।এ বিষয়ে লাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
কলেজছাত্রীটি বলেন, “লাল মিয়ার বাড়ির উঠানে বসে রাত্রি যাপন করেছি; মশার কামড় খেয়েছি। স্থানীয় লোকজন আমার এই অবস্থা দেখতে আসে। কেউ সমাধান করতে আসে নাই। আমি লাল মিয়াকে স্বামী হিসেবে পেতে চাই।”
ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, “সালিশে বিয়ে করতে রাজি হলেও পারিবারিক চাপে এড়িয়ে চলছেন লাল মিয়া। শনিবার সকালেও ইউপি কার্যালয়ে তাদের ব্যাপারে সালিশ বসে। সালিশ থেকে লাল মিয়া কৌশলে পালিয়েছে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দল পেলেন মুস্তাফিজ
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষকে খুশি করে বিশ্ব রেকর্ড গড়লেন ২২ বছরের যুবতী
- ফাঁস হলো ষড়যন্ত্র, বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত
- ভারত থেকে নেতা-কর্মীর উদ্দেশে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা
- বাংলাদেশের ‘পাসপোর্ট’ ইস্যুতে কড়া জবাব দিল ইসরাইলি গণমাধ্যমে
- মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল
- গাজায় নিহত ইসরায়েলি ৪১২ সেনা নিহত
- ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া বৃদ্ধের আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- কেন বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা!
- কিভাবে বুঝবেন সন্তান পর্নোগ্ৰাফিতে আসক্ত
- ৫ বছর পর স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, জানালেন বিশেষজ্ঞরা
- ড. ইউনূসকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হিলারি ক্লিনটন