‘ছদ্মবেশে’ সাইকেল চালিয়ে পুলিশের কার্যক্রম দেখলেন যশোরের নতুন এসপি, তারপর যা ঘটে গেল

যশোরে পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মাসুদ আলম। আর দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চমক দেখিয়েছেন তিনি। যোগদানের পর বুধবার (১০ জুলাই) সকালে তিনি সাদা পোশাকে সাইকেল চালিয়ে থানাসহ পুলিশের বিভিন্ন কর্মস্থল পরিদর্শন করেন।
বুধবার বিকেলে পুলিশে সুপারের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজেই একথা জানান। পুলিশ সুপার বলেন, “সকালে গিয়ে কিছু জায়গায় কিছু অনিয়ম দেখতে পেয়েছি। আবার অনেক স্থানে পুলিশ সদস্যরা রুটিন মাফিক কাজ করছেন। গোপনে গিয়েছি, ভালো খারাপ দুটোই দেখেছি। সব ঠিক হয়ে যাবে।”
মাসুদ আলম বলেন, “সমাজ কল্যাণমুখী হলে সবই সুন্দর হবে। যশোরও সুন্দরভাবে থাকবে।”
এজন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে অপরাধের তথ্য পুলিশের চেয়ে সাংবাদিকরা আগে পেয়ে থাকেন। তারা সমাজের আয়না। এই আয়না দিয়ে দেখে সমাজের মঙ্গলের জন্য পুলিশ কাজ করবে। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সাদা কালো দেখা হবে না।”
তিনি বলেন, “যশোরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। এটা শক্তহাতে দমন করা হবে। এরা সমাজের অন্য কেউ না। আপনার আমার সন্তান বা ভাই। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করলে এই তৎপরতা রোধ করা সম্ভব। পক্ষে বিপক্ষে মতামত থাকবে। কিন্তু সঠিক কাজটা করে যেতে হবে।”
নবাগত এই পুলিশ সুপার বলেন, "আমি তদবির করে যশোরে আসেনি। যশোর অনেক গুরুত্বপূর্ণ জেলা। আমি চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমি ইবাদত মনে করি। সীমান্তবর্তী জেলা হওয়ায় অপরাধ প্রবণতা থাকবে। চোরাচালান, চুরি, ছিনতাই-ডাকাতি, মাদক-অস্ত্রের কারবার, মারামারি, গন্ডোগোল রোধ করতে হবে। আমি কাজ করতে চাই। আমাকে নিয়ে কোনো টেনশন নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই। যেকোনো প্রকার তথ্য আমাকে দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। আমার কাছে যেকোনো নাগরিক আসতে পারবে। দরজা সব সময় খোলা থাকবে। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় আমি সব সময় আছি।”
সভায় আলোচনা করেন যশোর সংবাদগপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, নুর ইসলাম, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সাকিরুল কবির রিটন,কাজী আশরাফুল আজাদ, মনিরুল ইসলাম,দেওয়ান মোর্শেদ আলম, জুয়েল মৃধা, ইন্দ্রোজিৎ রায়, হানিফ ডাকুয়া প্রমুখ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলের অনুমোদন চুড়ান্ত: কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ল
- যে মাস থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল
- ১০ বছরে স্বর্ণের দামে সবচেয়ে বড় ধস
- শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল
- পে স্কেলের প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন
- হঠাৎ কেন ১০ বছরের সর্বনিম্ন ধস নামল স্বর্ণের দামে
- নতুন পে স্কেলে বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা
- রেকর্ড গড়ার পরই বড় ধস! সোনার দামে হঠাৎ বড় পতন
- আবারও সোনার দামে বিশাল বড় পতন
- বাড়ল বাড়িভাড়া: চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়
- রেকর্ড পতনের পর আবারও কমল স্বর্ণের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- এ মাসেই শেষ হচ্ছে পে কমিশনের আলোচনা, কবে আসছে বেতন বৃদ্ধির সুপারিশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বাড়ল বেতন
- বাংলাদেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে সোনা