আইপিএলে রাতারাতি কোটিপতি প্রথম লক্ষ্য বাবাকে গাড়ি কিনে দেওয়া
বৃন্দা দিনেশ এখনও ভারতীয় জাতীয় দলে সুযোগ পাননি, কিন্তু তার আগেই বৃন্দা দিনেশ 'মিলিয়নিয়ার' হয়ে গেছেন। ভারতে আসন্ন মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামের জন্য বৃন্দাকে ইউপি ওয়ারিয়র্স বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকায় নিযুক্ত করেছে।
২২ বছর বয়সী বৃন্দা এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটেড হয়েছেন। বৃন্দা বিশ্বাসই করতে পারছিলেন না যে এর নিলামের দাম লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু রাতারাতি ‘মিলিয়নিয়ার’ হওয়া ব্যাটসম্যান এই টাকা দিয়েই তার স্বপ্ন পূরণ করবেন। বৃন্দা বলেন, তার বাবা-মা অনেক সমস্যার মধ্য দিয়ে তাকে এই অবস্থানে নিয়ে এসেছেন এবং বলেছিলেন যে তিনি তাদের প্রথমে একটি "স্বপ্নের গাড়ি" দিতে চান।
মেয়েদের আইপিএলের নিলামে এবার বৃন্দাই প্রথম ক্রিকেটার, জাতীয় দলে অভিষেকের আগেই যাঁর দাম কোটির অঙ্ক পেরিয়েছে। অবশ্য গুজরাট জায়ান্টস কাশভী গৌতমকে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকায় কিনলে অভিষেকের অপেক্ষায় থাকা সর্বোচ্চ দামের ক্রিকেটারদের তালিকায় দুই নম্বরে নেমে যান বৃন্দা।
কোটি টাকার মালিক হয়েছেন, এমন খবর জানাতে বেঙ্গালুরুতে থাকা মাকে এখনো ভিডিও কল দেওয়ার সাহস হয়নি কর্নাটকের মারকুটে ব্যাটার বৃন্দার। কারণ? বৃন্দা জানালেন, মা-ও মতো তাঁর মতো আবেগপ্রবণ। এমন অপ্রত্যাশিত আনন্দের সংবাদে তিনি হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারবেন না।
নিলামের সংবাদ যখন মাকে জানিয়েছেন, সে সময়কার অনুভূতি বর্ণনায় বৃন্দা বললেন, ‘মনে হলো, তিনি (মা) কেঁদে ফেলেছেন। আমি তাঁকে ভিডিও কল করিনি। কারণ আমি তাঁর চোখে জল দেখতে পারব না। আমি তাঁর সঙ্গে শুধু (ভয়েস) কলে কথা বলেছি। মনে হলো, তিনি ঠিকঠাক কথাও বলতে পারছিলেন না।’
Howzatt for a purchase!
The@UPWarriorzhave Vrinda Dinesh for a whopping INR 1.3 Cr ????????#TATAWPLAuction|@TataCompaniespic.twitter.com/t6Su8jPtkk
— Women's Premier League (WPL) (@wplt20)December 9, 2023
ইউপি ওয়ারির্সে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, এত টাকা দিয়ে বৃন্দা কি করবেন। বৃন্দার জবাবে উঠে এল তাঁর স্বপ্নের কথা, ‘আমি শুধু এটাই জানি, তাঁরা (বাবা-মা) ভীষণ আনন্দিত হয়েছেন। আমি তাঁদেরকে গর্বিত করতে চাই। তাঁরা সারা জীবন যে গাড়ি কেনার স্বপ্ন লালন করেছেন, আমি সেটা তাঁদের কিনে দিতে চাই। এই মুহূর্তে এটাই আমার প্রথম লক্ষ্য। এরপর দেখা যাক কী হয়।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন: ১২ গ্রেড, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার
- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- পে স্কেল নিয়ে পে কমিশন থেকে বড় দুঃসংবাদ
- বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন যেসব এলাকা
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করুন এক ক্লিকে
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- নরসিংদীর মাধবদী যে কারনে ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র হলো
- তৃণমূলের ক্ষোভে বেকায়দায় বিএনপি: ৩০ আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা
- রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ বনাম পাকিস্তান, যেভাবে দেখবেন
- পে-স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার দাবি
- আজকের সোনার বাজারদর: ২৩ নভেম্বর ২০২৫
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- একদিনে ১৬০০ ভূমিকম্পের ভয়াবহ সংকেত
