| ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

স্বামীকে অবহেলা ক্রিকেটারপত্নীদের স্ট্যাটাসে নাখোশ বিসিবি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৪ ১৪:০২:৪৯
স্বামীকে অবহেলা ক্রিকেটারপত্নীদের স্ট্যাটাসে নাখোশ বিসিবি

শনিবার সকালে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। অভিজ্ঞ রিয়াদের জায়গা হয়নি ঘোষিত দলে। ভগ্নিপতির বাদ পড়া নিয়ে জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকের স্ত্রী) ফেসবুকে প্রথমে স্ট্যাটাস দেন। পরে রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি আবেগঘন স্ট্যাটাসে স্বামীকে অবহেলা করার কথা লেখেন। এই দুটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরগরম।

জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের স্ত্রীদের স্ট্যাটাস বিসিবি ও জাতীয় দল নির্বাচকদের বিরুদ্ধে গেছে বলে মনে করা হচ্ছে। বিসিবি কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটার বা তাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারেন না। এই শর্ত মেনে জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন বলে দাবি তাদের। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সতর্ক করার পক্ষে বিসিবি।

দুটি স্ট্যাটাসই বিসিবি কর্মকর্তারা দেখেছেন। প্রমাণ হিসেবে স্ক্রিনশট নিয়েও রেখেছেন জাতীয় দল-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। বিসিবি, জাতীয় দল, জাতীয় নির্বাচক প্যানেল বা খেলোয়াড়দের সুনাম ক্ষুণ্ন করে বা বিরুদ্ধে যায় প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিতে পারবেন না চুক্তিতে থাকা ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্যরা। ক্রিকেটাররা চুক্তির শর্ত মানলেও তাদের পত্নীদের মন্তব্য করা থেকে বিরত রাখতে পারছেন না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারকা ক্রিকেটারদের পত্নীরা প্রতিবাদী হচ্ছেন ফেসবুকে। মুশফিকের স্ত্রী মন্ডি ও রিয়াদের স্ত্রী মিষ্টি এই প্রথম বিসিবিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেননি।

বোর্ড বা নির্বাচকদের কোনো সিদ্ধান্ত নাখোশ হয়ে আগেও স্ট্যাটাস দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তারা। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও পিছিয়ে নেই। যদিও শিশিরের স্ট্যাটাস বিসিবি, জাতীয় দল নির্বাচকদের বিরুদ্ধে ছিল না। তিনি স্বামীর প্রতিদ্বন্দ্বী ক্রিকেটারকে ইঙ্গিত করে পরোক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন। তারকা ক্রিকেটারদের স্ত্রীদের এ ধরনের স্ট্যাটাস বিব্রতকর এবং শৃঙ্খলা পরিপন্থি বলে অভিহিত করেন বিসিবির একাধিক পরিচালক। ক্রিকেটাররা মনঃক্ষুণ্ন হতে পারেন বলে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি পরিচালকদের কেউই।

নাম গোপন রাখার শর্তে একজন পরিচালক বলেন, ‘যেহেতু চুক্তিতে একটি শর্ত রয়েছে এবং খেলোয়াড়রা তা জানেন। মৌখিকভাবে হলেও এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করা হবে। বিষয়টি শৃঙ্খলা বিভাগ দেখবে।’

এ ব্যাপারে বিসিবি শৃঙ্খলা বিভাগের চেয়ারম্যান শেখ সোহেলের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। তাঁকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন একাদশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন একাদশ

নিজস্ব প্রতিবেদক: আগামী কাল ২০ জুলাই, শুক্রবার, সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ...

মাহেদি হাসানের ইতিহাস গড়া স্পেল: প্রেমদাসায় হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন!

মাহেদি হাসানের ইতিহাস গড়া স্পেল: প্রেমদাসায় হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন!

নিজস্ব প্রতিবেদক: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবার রাতে নতুন এক ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের ডানহাতি ...

ফুটবল

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন—এই দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...