টাইগার ভক্তদের জন্য বিশাল সুখবর দিল বিসিবি
এখন চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব। গতকাল রাজধানীর একটি হেলথ কেয়ারে এক্স-রে করেছেন টাইগার অলরাউন্ডার। এবার সাকিবের এক্স-রে রিপোর্ট দেখে সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।
সাকিবের আঙুলের এক্স–রে দেখার পর দেবাশিস চৌধুরী বলেছেন, ‘আমি এক্স–রে দেখেছি। রিপোর্ট ভালো, সন্তোষজনক বলা যায়। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করল। মানে ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙুলের অগ্রগতি সন্তোষজনক। অবশ্যই আশাবাদী আমরা, সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে।’
বৃহস্পতিবার সকাল ৯ টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর বেশ খানিক্ষণ জিম করে প্রায় ২০ মিনিট রানিং করেছেন তিনি। এ সময় সাকিব জাতীয় দলে সতীর্থদের সঙ্গে কথা বলেছেন। এরপর একমাত্র টেস্টের উইকেট দেখে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথাও বলেন সাকিব।
তবে সহসায় মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। এর আগে অবশ্য ফিটনেস নিয়ে কাজ করতে হবে তার। দেবাশিস চৌধুরীর কথায়, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটিই মূল চ্যালেঞ্জ। আর ভাঙা আঙুল নিয়ে খুব একটা সমস্যা হবে না। খুব সাধারণ ফ্র্যাকচার ছিল ওটা। দু-এক দিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।’
এদিকে আগামী ১০ জুন আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে। মিরপুরে দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ জুন। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ জুলাই। ৮ ও ১১ জুলাই হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর দুই দল পাড়ি দিবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। এর মধ্য দিয়ে শেষ হবে আফগানিস্তানের বাংলাদেশ সফর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নতুন পে স্কেল: কার্যকর হচ্ছে ২০২৬-এর জানুয়ারি থেকেই
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- ১৫ ডিসেম্বরের আল্টিমেটামের মুখে পে-স্কেল নিয়ে নতুন দ্বন্দ্ব
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- সরকারি পে স্কেল: অর্থ বরাদ্দ শুরু, জিপিএমএস আসছে
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- আজকের সোনার বাজারদর: ১০ নভেম্বর ২০২৫
- হংকং সিক্সেস ফাইনাল: দুপুরে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ, যেভাবে দেখবেন
- পে স্কেল কার্যকর কবে! জানাল কমিশন
- লাফিয়ে লাফিয়ে বাড়ল সোনার দাম
- সরকারি ছুটি ২০২৬: ঈদ ও পূজায় ছুটি কতদিন
