| ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

কোহলিকে নিয়ে ফের ইন্সটাগ্রামে অবিশ্বাস্য মন্তব্য করলেন নবীন উল হক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১০ ১১:৫৮:০৮
কোহলিকে নিয়ে ফের ইন্সটাগ্রামে অবিশ্বাস্য মন্তব্য করলেন নবীন উল হক

এর আগে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে পয়লা মে মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। ওপেনিং জুটিতে ৬২ রান উঠলেও মিডল অর্ডারের দৈন্যতায় বড় রান তূলতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স।

মাত্র ১২৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে লক্ষ্ণৌ দলও। সিরাজ, হাসারাঙ্গাদের সামনে তাদের ব্যাটাররাও অসহায় হয়ে পড়েন সেদিন। সুপারজায়ান্টসদের ইনিংস শেষ হয় ১০৮ রানে। ১৮ রানে জেতে বেঙ্গালুরু। তবে মাঠের ব্যাট-বলের লড়াই নয়, কথার লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে রইলো এই ম্যাচ।

তখন ব্যাট করছিলো লক্ষ্ণৌ। অমিত মিশ্রের সাথে ক্রিজে ছিলেন আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হক। তাঁর সাথে বিরাট কোহলির বিস্তর কথা কাটাকাটি হয়। দুজনে প্রায় তেড়েও যান একে অপরের দিকে। কোহলিকে দেখা যায় নিজের জুতোর দিকে ইঙ্গিত করে কিছু বলতে। পালটা দেন নবীন’ও। শেষ অবধি অভিজ্ঞ ক্রিকেটার অমিত মিশ্র পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। সে যাত্রায় মিটলেও ছাইচাপা আগুন যে রয়েই গিয়েছিলো তা দেখা গেলো ম্যাচের পর। করমর্দনের সময় ফের একদফা কথা কাটাকাটি হয় দুজনের। কোহলি অস্ফুটে কিছু বলেছিলেন নবীনকে। তিনি হাত মিলিয়ে খানিক এগিয়ে গিয়েও আবার ফিরে আসেন। লাগে নারদ-নারদ। এরপর লক্ষ্ণৌ মেন্টর গৌতম গম্ভীরের সাথেও চলে কোহলির বাদানুবাদ। ১ তারিখের পর আজ কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। দুই পক্ষ’ই যে এখনও ভিতরে ভিতরে ফুঁসছেন তা বোঝা গেলো আজ নবীনের ইন্সটাগ্রাম পোস্ট থেকে।

লক্ষ্ণৌর বিরুদ্ধে জয়ের পর উদযাপনের সময় কোহলিকে বলতে শোনা যায়, “মধুর একটা জয়। যদি ইঁট মারো তাহলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিৎ।” ইঙ্গিত যে নবীন, গম্ভীরদের দিকে তা স্পষ্ট ছিলো সেদিন। কোহলির সেই বক্তব্য নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। এরপর ইন্সটাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ ছবি শেয়ার করেছিলেন কোহলি। দুয়ে দুয়ে চার করে নিতে সমস্যা হয় নি অনুরাগীদের।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের প্রতি কোহলির উষ্মা যে এখনও কাটে নি তা বোঝা গেলো গত রবিবার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে খেলা ছিলো লক্ষ্ণৌর। টেলিভিশনের সামনে ব্যগ্রচিত্তে বসেছিলেন কোহলি। গুজরাতের ক্রিকেটারদের বিক্রম তারিয়ে তারিয়ে উপভোগ করলেন তিনি। পাওয়ার প্লে’তে ঋদ্ধিমান সাহা’র আগুনে ব্যাটিং দেখে সেই ছবি তুলে বিরাট পোস্ট করেন ইন্সটাগ্রাম স্টোরিতে। সাথে ক্যাপশনে লেখেন, “কি দুর্দান্ত একজন খেলোয়াড়।” অনেকখানি দৌড়ে একটি দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করে রশিদ খান সাজঘরে ফেরান লক্ষ্ণৌ ওপেনার কাইল মেয়ার্সকে। সেই ছবিও ইন্সটাগ্রামে দেন বিরাট। অ্যাওয়ে ম্যাচে লক্ষ্ণৌ পয়েন্ট খোয়ানোয় তিনি যে খুশি হয়েছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিলো কোহলির ইন্সটাগ্রাম পোস্ট থেকেই।

আফগান ক্রিকেটার নবীন উল হক, আইপিএলের মঞ্চে বিতর্কের ঝড় তুলেছেন। প্রথমে কোহলির সাথে মাঠে ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে ঝামেলায় জড়িয়েছেন। এরপর সোশ্যাল মিডিয়াতেও একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। ‘আমি আইপিএল খেলতে এসেছি, কারও অপমান শুনতে নয়। সম্মান দিলে সম্মান ফেরত পাবেন’, লিখেছিলেন তিনি। নবীন পাশে পেয়েছিলেন সুপারজায়ান্টস দলের মেন্টর গৌতম গম্ভীরকে। ভারতের বিশ্বকাপজয়ী তারকা নবীনের পোস্টে কমেন্ট করে লেখেন, “যেমন আছো তেমনই থাকো। বদলাতে যেও না।” গম্ভীরকে ধন্যবাদও জানিয়েছিলেন নবীন।

২৩ বর্ষীয় আফগান তারকা আজ আবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ইন্সটাগ্রামে। গুজরাতের বিরুদ্ধে বিরাট যেভাবে প্রকাশ্যেই গুজরাতের হয়ে গলা ফাটিয়েছিলেন সেভাবে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ওপর বাজি ধরছেন নবীন। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। দেখা যাচ্ছে হোটেলের ঘরের বিছানায় রাখা একটি প্লেটে রয়েছে কিছু আম। সামনে চলছে আজকের মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ। স্ক্রিণে ছবিটি মুম্বইয়ের পীয়ূষ চাওলার। ক্যাপশনে ‘মিষ্টি আম’ লিখেছেন নবীন। তবে কটাক্ষের তীর যে বিরাট ও বেঙ্গালুরুর দিকে তা বুঝতে দেরী হয় নি ক্রিকেটজনতার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, লাইভ দেখুন এখানে

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার ধকল কাটিয়ে উঠার খুব একটা সময় পায়নি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে পাল্টে গেল ২০২৭ বিশ্বকাপ খেলার সমীকরণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে পাল্টে গেল ২০২৭ বিশ্বকাপ খেলার সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটে যেন দীর্ঘদিনের হতাশার পর স্বস্তির নিঃশ্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক ...

ফুটবল

ভোরে বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম মরক্কো, যেভাবে দেখবেন

ভোরে বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম মরক্কো, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপ চিলি ২০২৫-এর। ...

শেষ হল আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল

শেষ হল আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল

নিজস্ব প্রতিবেদন: (২০ অক্টোবর ২০২৫) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা নামল অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপ ...