| ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অনন্য এক সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা ফুটবলার মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ১৬:২৬:৪৮
অনন্য এক সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা ফুটবলার মেসি

একটা সময়ে কথার আঘাতে মেসিকে বিদ্ধ করতে তারা। শুধু একটা আন্তর্জাতিক শিরোপা দেশ জেতাতে পারেছিলেন না তাই। তবে সকল সমালোচনা জবাব মেসি দিয়েছিলেন কয়েক বছর আগে থেকে সেই কোপা আমেরিকা জিতে। এরপর তো কাতার বিশ্বকাপে গড়লেন ইতিহাস। জিতলেন স্বপ্নের সেই সোনালী ট্রফি। এরপর থেকেই মেসির নামের যোগ হচ্ছে একের পর এক কীর্তি।বলেছিল বিশ্বমানের একজন স্বনামধন্য ফুটবলার হওয়া বিশ্বকাপ না অর্জনের ব্যর্থতা

নিজের জন্মভূমিতে তো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কতবারই ফিরেছেন! তবে এবারের ফেরাটা যেন একটু অন্যরকম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে কোনো না কোনো পালক। এই তো সেদিন মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) তৈরি করল মেসির ভাস্কর্য। যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।

গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা।

গতকাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে। এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়। মূলত প্যারাগুয়েতে গতকাল অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়।

এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন,‘ এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলতে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছেন। তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮০০। আগামীকাল ভোরে আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল শেষ, দেখুন ফলাফল

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল শেষ, দেখুন ফলাফল

বাংলাদেশের স্বপ্নভঙ্গ: ৮ উইকেটের জয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বর্তমান ...

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’। সেমিফাইনালের টিকিট নিশ্চিত ...

ফুটবল

লুসাইলে মেসি বনাম ইয়ামাল: চূড়ান্ত হলো ফিনালিসিমার তারিখ

লুসাইলে মেসি বনাম ইয়ামাল: চূড়ান্ত হলো ফিনালিসিমার তারিখ

লুসাইলের সেই জাদুকরী মঞ্চে মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার চূড়ান্ত সূচি নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের ...

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

যুব এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান (১৩ ডিসেম্বর) নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে তারুণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের ...