| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

থমকে গেল দুর্দান্ত উড়তে থাকা আর্সেনালের অজেয় পথচলা

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ২০:৪৭:০১
থমকে গেল দুর্দান্ত উড়তে থাকা আর্সেনালের অজেয় পথচলা

সাম্প্রতিক লিগে উড়তে থাকা আর্সেনাল টানা ব্যর্থতায় লিগ টেবিলে ক্রমেই নিচের দিকে নামতে থাকা দলের বিপক্ষে অবশেষে মুখ থুবড়ে পড়ল। মাচের প্রথমার্ধে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেওয়া আসএর অন্যতম শক্তিশালি দল এভারটন বিরতির পর পেল জালের দেখা। ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা চালিয়েও ব্যবধান ঘোচাতে পারল না মিকেল আর্তেতার দল।

শন ডাইসের কোচিংয়ে প্রথম মাঠে নেমেই সব ব্যর্থতা ঝেড়ে ফেলার আভাস দিয়েছে বার বার হারতে থাকা এভারটন। প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের ঘরের মাঠে তারা জিতেছে ১-০ গোলে।

এই লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ১০ ম্যাচে জয়শূন্য ছিল এভারটন। টানা ব্যর্থতায় সবশেষ গত ২১ জানুয়ারি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পর কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করে ক্লাবটি, দায়িত্ব দেয় ডাইসকে। তার হাত ধরে অবশেষে ভুলতে বসা স্বাদ পেল তারা।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে