| ঢাকা, রবিবার, ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ফ্রাঙ্কফুর্টকে গোলবন্যায় ভাসিয়ে উৎসবে আসর শুরু বায়ার্নের

২০২২ আগস্ট ০৬ ১০:০৭:৪৩
ফ্রাঙ্কফুর্টকে গোলবন্যায় ভাসিয়ে উৎসবে আসর শুরু বায়ার্নের

রবার্ট লেভান্ডোস্কিকে হারানোর ধাক্কাটা ভালোই সামলেছে বায়ার্ন মিউনিখ। সাত দিন আগে লিপজিগকে হারিয়ে জার্মান সুপার কাপ জেতা দলটি বুন্দেসলিগায় বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছে।

জুলিয়ান নাগেলসম্যানের দল শুক্রবার রাতে ঘরের মাঠে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে বিধ্বস্ত করে। রেকর্ড চ্যাম্পিয়নরা খেলা জিতেছে ৬-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। ১০ মিনিটের মধ্যে তারা দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠায়। পঞ্চম মিনিটে কিমিচ দূরপাল্লার ফ্রি-কিক দিয়ে দলকে এগিয়ে দেওয়ার পাঁচ মিনিট পর শক্তিশালী শটে লিড দ্বিগুণ করেন পাভার্ড।

২৯তম মিনিটে হেডে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন লিভারপুল থেকে আসা মানে। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। বিরতির একটু আগে ৫-০ করেন জিনাব্রি।

বিরতির পর অবশ্য বায়ার্নকে আরও বিধ্বংসী হতে দেয়নি স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। তবে ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৬-১ করে ফেলেন মুসিয়ালা।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে