| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরগানের ভবিষ্যত অধিনায়কের তালিকায় প্রকাশ, বাদ পড়লেন স্টোকস

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১৮:৫২:২৬
মরগানের ভবিষ্যত অধিনায়কের তালিকায় প্রকাশ, বাদ পড়লেন স্টোকস

মরগানের বিদায়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নিতে পারেন জস বাটলার কিংবা মঈন আলী। নিজের উত্তরসূরির নাম জানাতে গিয়ে বাটলার, মঈনের সঙ্গে জেসন রয়, জনি বেয়ারস্টোরদেরও নাম জানিয়েছেন মরগান। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের তালিকায় নেই বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মরগান বলেন, ‘ভাগ্য ভালো যে সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে না। অধিনায়ক হওয়ার মতো অনেকেই আছে: জস বাটলার তাদের মধ্যে একজন, আরেকজন মঈন আলী। দলে আরও কয়েকজন অসাধারণ নেতা আছে। জনি বেয়ারস্টো, জেসন রয়, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, এই ছেলেরা দায়িত্বটি অবশ্যই পালন করতে সক্ষম।’

২০১৫ সাল থেকে মরগানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন বাটলার। এই সময়ে মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে ১৩বার নেতৃত্বও দিয়েছেন তিনি। সর্বশেষ নেদারল্যান্ডস সফরের শেষ ওয়ানডেতেও ইংলিশদের দায়িত্ব সামলেছেন বাটলার।

সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বাটলারের প্রশংসা করেছেন মরগান। সেই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বাটলার শুধু একজন বিশ্বসেরা ব্যাটারই নয়, বর্তমান দলের জন্য ভালো একজন অধিনায়কও। বাটলার নিজের সম্মানটা আদায় করে নিয়েছেন বলে জানান মরগান।

তিনি বলেন, ‘জস বাটলার অসাধারণ সহকারী অধিনায়ক এবং সে যখন এগিয়ে এসেছিল, ঠিকঠাকভাবেই দায়িত্ব নিয়েছে। সে শুধু ব্যাটিং দিয়ে বিশ্বসেরা হয়েছে, ব্যাপারটা তা নয়। সে এই দলের একজন নেতাও। সে সম্মান আদায় করে নিয়েছে।’

অধিনায়ক হিসেবে বেছে নিতে বোর্ড কিংবা দায়িত্বে থাকা কর্মকর্তারা দলের সেরা ক্রিকেটারকে বেছে নিয়ে থাকেন। যারা নিয়মিত পারফর্ম করেন তারাই মূলত পছন্দের শীর্ষে থাকেন। তবে অনেক ক্রিকেটার রয়েছেন যারা কিনা অধিনায়কের দায়িত্ব নেয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন। তবে বাটলারের ক্ষেত্রে এমনটা হবে না বলে মনে করেন মরগান। তিনি বলেন, ‘না, এরকম কিছু হবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রানের পাহাড় গড়লো চেন্নাই,দেখে নিন স্কোর-

রানের পাহাড় গড়লো চেন্নাই,দেখে নিন স্কোর-

গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ...

আম্পায়ার হিসেবে আইসিসির নতুন উচ্চতায় সৈকত

আম্পায়ার হিসেবে আইসিসির নতুন উচ্চতায় সৈকত

প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে, শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আইসিসির অভিজাত প্যানেলে জায়গা পান। আইসিসি আজ ...

ফুটবল

একটু পরে মাঠে নামবে বাংলাদেশ, এখনও চূড়ান্ত হয়নি একাদশ দল

একটু পরে মাঠে নামবে বাংলাদেশ, এখনও চূড়ান্ত হয়নি একাদশ দল

মঙ্গলবার (২৬ মার্চ) কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। তবে বাংলাদেশ এখনো ...

নিজের অবসরের দিন-ক্ষণ জানিয়ে দিলেন মেসি

নিজের অবসরের দিন-ক্ষণ জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...



রে