| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ক্রিকেট বিশ্ব এখন দেখবেন শাহরুখ-সলমন জুটির খেলা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ২২:৫৩:৫৮
ক্রিকেট বিশ্ব এখন দেখবেন শাহরুখ-সলমন জুটির খেলা

ক্রিকেট মাঠে তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা শাহরুখ পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন আইপিএলে। ফলে তিনি ভারতীয় ক্রিকেটে এখন পরিচিত। ক্রিকেট পাড়াট সলমনকে কেউ চেনেন না। তিনি শাহরুখের থেকে চার বছরের ছোট। রাজস্থানের এই ক্রিকেটারও শাহরুখের দেখাদেখি আইপিএলে খেলতে চান।

ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে দু’বার খেলা হয়ে গিয়েছে সলমনের। দু’বারই ছোটদের এশিয়া কাপে। প্রথম বার ২০১৬ সালে, দ্বিতীয়টি ২০১৭ সালে। যেটুকু খেলেছেন, তাতে বুঝিয়ে দিয়েছেন তিনিও শাহরুখের মতো মারকুটে ব্যাটার।

একটি ইংরাজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেন, ‘‘শাহরুখের ব্যাটিং দেখা সব সময়ই একটা আলাদা অনুভূতি। আমি নিজেও আমার ব্যাটিং ঘসামাজা করছি। কঠোর পরিশ্রম করছি। যখনই ব্যাট করতে নামি, ইতিবাচক মানসিকতা নিয়ে নামি। যত বেশি সম্ভব ম্যাচে জিততে চাই। ৫০ করলে ভাবি ১০০ করব, তার পর ১৫০ করব। থামতে চাই না।’’

গত এপ্রিলে সিকে নাইডু ট্রফিতে পাঁচ ম্যাচে ৫০৬ রান করেছিলেন। গড় ৬৩.২৫। তার মধ্যে দু’টি শতরান, একটি অর্ধশতরান রয়েছে। বিহারের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসও রয়েছে। সলমন বলেন, ‘‘নিজের পারফরম্যান্সে আমি খুব খুশি। বয়স তো খুব বেশি নয়। এখনও শিখছি। কোচ, সিনিয়ররাও সাহায্য করছেন। ব্যায়াম করি। অনেক ধ্যান করি। এগুলো আমাকে খুব সাহায্য করেছে।’’

শাহরুখ যেখানে আইপিএলে এই বছর এবং গত বছর পঞ্জাব কিংসের হয়ে খেলে ১৯ ম্যাচে ২৭০ রান করেছেন, তেমন স্বপ্ন দেখছেন সলমনও। বলেন, ‘‘আইপিএলে যে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চাই। শাহরুখ ইতিমধ্যেই খেলছে। ভাল খেলছে। আমার আইপিএল খেলতে চাওয়ার কারণ একটাই, অনেক কিছু শেখা যায়। বড় বড় ক্রিকেটারের সঙ্গে থাকা যায়। আইপিএল অনেক ক্রিকেটারকে সাহায্য করেছে। আমিও উপকৃত হতে চাই।’’

মাত্র ১৭ বছর বয়সে রঞ্জি অভিষক হয় সলমনের। ২০১৬ সালে পাটিয়ালায় ওড়িশার বিরুদ্ধে সেই অভিষেক ম্যাচে ছয় নম্বরে নেমে ২০৩ বলে ১১০ রান করেন সলমন।

আট বছর বয়সে খেলা শুরু করা সলমন যখন ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে ছিলেন, তখন সেখানে কোচ হিসাবে পেয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। সেই অভিজ্ঞতা নিয়ে সলমন বলেন, ‘‘ওঁর থেকে সব থেকে দরকারী যে জিনিসটা শিখেছি, সেটা হল শৃঙ্খলা। আমাকে অনেক উপদেশ দিয়েছেন। যেমন বলেছেন, চার-ছয় মারা দরকার। কিন্তু তার থেকেও বেশি দরকার খুচরো রান নেওয়া। এখন উনি ভারতের সিনিয়র দলের কোচ। তার মধ্যেও আমার মেসেজের উত্তর দেন।’’

দ্রাবিড়ের পরামর্শ নিয়ে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে পা রাখতে চান সলমন। করণ-অর্জুন ছবির অর্জুন শাহরুখের পর করণ সলমনকে দেখার অপেক্ষায় দেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াড চূড়ান্ত, বাদ পড়লেন সৌম্য, মিরাজ

এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াড চূড়ান্ত, বাদ পড়লেন সৌম্য, মিরাজ

নিজস্ব প্রতিবেদন: আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াডের ১৪ জন ক্রিকেটার ...

তাসকিনকে ফাঁসানোর চেষ্টা: মিথ্যা অভিযোগের নেপথ্যে কী

তাসকিনকে ফাঁসানোর চেষ্টা: মিথ্যা অভিযোগের নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আপনাদের স্বাগত। সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ...

ফুটবল

ব্রাজিলের কাছে হেরে অলিম্পিক স্বপ্ন শেষ উরুগুয়ের নারী দলের

ব্রাজিলের কাছে হেরে অলিম্পিক স্বপ্ন শেষ উরুগুয়ের নারী দলের

নিজস্ব প্রতিবেদক: নারী কোপা আমেরিকার সেমিফাইনালে শক্তিশালী ব্রাজিলের কাছে ৫-১ গোলে হেরে লস অ্যাঞ্জেলেস ২০২৮ ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...