আফ্রিদির পাওনা টাকা উদ্ধার নিয়ে যা বললো বিসিবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, আফ্রিদির পাওনা নিয়ে আলোচনার সময় এক চোট হেসে নিলেন। তার হাসি যেন বোঝাচ্ছিল, তিনি এ নিয়ে খুব একটা চিন্তিত নন। কিছুটা সময় নিয়ে হাসি থামিয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, “এটা একটি ভালো দিক যে লাহোরে এসে আফ্রিদির সঙ্গে আমার দেখা হয়নি।”
যদিও আফ্রিদির সঙ্গে সরাসরি দেখা হয়নি, কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মেন্টর হিসেবে শহীদ আফ্রিদির পাওনা নিয়ে যে সমস্যা ছিল, তা ফারুকের কাছে অনেকটা ঝুলন্ত অবস্থায় আছে। আফ্রিদি তার পাওনা না পেয়ে বিসিবি সভাপতি থেকে ই-মেইল করে অভিযোগ করেছেন, তবে চুক্তির কপি পাঠাননি। ফারুক আহমেদ জানান, আফ্রিদির অভিযোগে তিনি এখনও পুরোপুরি পরিষ্কার নন, “তিনি চুক্তির কপি পাঠাননি, সেজন্য আমাদের কিছুটা অন্ধকারে আছি।”
তবে ফারুকের মতে, এমন বিষয়ে বিসিবি’র কিছু করার নেই। চুক্তির শর্তাবলী যাই থাকুক, বিসিবি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। ফারুক বলেছেন, “বিপিএলে ফ্র্যাঞ্চাইজি, বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি থাকে, তাই এসব বিষয় পুরোপুরি তাদের মধ্যে সমাধান হতে হবে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে কাকে নিয়োগ করবে, সেটি তাদের নিজস্ব বিষয়।” তবুও, আফ্রিদির মত একজন খেলোয়াড়ের এমন অভিযোগ দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে, এমনটি তিনি স্বীকার করেছেন।
আইনি পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নিয়ে ফারুক আরো বলেন, “আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করতে পারি, কিন্তু এর কোন আইনি ভিত্তি নেই। তাই আমরা কিসের ভিত্তিতে এর সমাধান চাইব?” তার মতে, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন আরও সচেতনভাবে করা উচিত।
ফারুক আসলে লাহোরে পিসিবি সভাপতি মহসিন নাকভির আমন্ত্রণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে এসেছিলেন। এ সময় তিনি পাকিস্তানকে বাংলাদেশে আতিথ্য দেয়ার জন্য দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, “শ্রীলঙ্কা সফর শেষ করে পাকিস্তান যাব। আমরা একটি খসড়া তারিখ তৈরি করেছি এবং বলেছি আজকের মধ্যেই চূড়ান্ত করা হোক।”
এফটিপির বাইরের তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সম্পর্কেও তিনি পিসিবির পক্ষ থেকে ইতিবাচক খবর দিয়েছেন। এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার পর, পিসিবি টি-টোয়েন্টি দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড়কেই বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান বাদ পড়েছেন, এবং এর পরিপ্রেক্ষিতে ফারুক আহমেদ বলেন, "মুশফিক ও মাহমুদ উল্লাহর ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। তবে তাদের অবসর সিদ্ধান্ত তাদের কাছ থেকে আসা উচিত। বোর্ড পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।"
এদিকে, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে চান বিসিবি সভাপতি। ফিল সিমন্সের সঙ্গে আরও আলোচনা করতে আগ্রহী তিনি। সিমন্সের মতো "ডেডিকেটেড" কোচকে পূর্ণকালীন নিয়োগ দিতে চান ফারুক আহমেদ, “আমরা স্থানীয় কোচদের বিকাশ করতে চাই। সিমন্স এই ব্যাপারে সাহায্য করেছেন, এবং তাকে পূর্ণকালীন কোচ হিসেবে আমরা চাই।”
ফারুক আরো বলেন, “এ সপ্তাহেই সিমন্সের সঙ্গে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। কোচ নিয়োগের বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৮ ডিসেম্বরে পে-স্কেল ঘোষণা, যা জানা গেল
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: তিন ধাপে আসছে নবম পে-স্কেল
- নবম পে-স্কেল: গেজেট নেই, ১৮ ডিসেম্বর নতুন সিদ্ধান্ত আসছে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ ডিসেম্বর ২০২৫
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ ডিসেম্বর ২০২৫
- Ipl Auction 2026: মুস্তাফিজের দিকে নজর ৫ দলের
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, মুস্তাফিজের অবস্থান কি
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আইপিএল ২০২৬ নিলাম: মুস্তাফিজ-রিশাদের অবস্থান
- IPL Auction 2026: সরাসরি দেখুন
- ওসমান হাদির বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু
- পে-স্কেল নিয়ে আল্টিমেটাম শেষ, সর্বশেষ যা জানা গেল
- প্রায় ১২ কোটি টাকায় আইপিএলে বিক্রি হলেন মুস্তাফিজ
- আইপিএল ২০২৬ মিনি-নিলাম: সরাসরি যেভাবে দেখবেন
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন তানজিম সাকিব
