মেসির দল বদলের ইস্যুতে ‘ইউটার্ন’ পিএসজির
ত্রিস্টোফার গালতিয়ের জানিয়েছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। এটাই (ক্লেরমঁর বিপক্ষে) পার্ক দে প্রিন্সেসে তার শেষ ম্যাচ।’ এমনকি পিএসজিতে মেসি তার শেষ ম্যাচে উষ্ণ অভিনন্দন পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন গালতিয়ের, ‘আমি আশা করছি যে সে উষ্ণতম অভিনন্দনই পাবে।’
কিন্তু শুক্রবার (২ জুন) ক্লাবের সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পার্ক দ্য প্রিন্সেসে আগামীকালের ম্যাচটিই পিএসজিতে মেসির শেষ নয়, এটি হবে তার মৌসুমের শেষ ম্যাচ। আর মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়েও কথাবার্তা চলছে। এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে আগ্রহী ফরাসি ক্লাবটি।
২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। যদিও তার পিএসজি অধ্যায়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে চলতি মৌসুমে নিজের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফিরে পেয়েছেন মেসি। এবার পিএসজির লিগ জয়ের পথে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২০ গোল করিয়েছেন দেশের হয়ে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।
এদিকে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর মেসিকে মাঠে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল। ফলে গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি।
মাঝে শোনা গেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে মৌসুম শেষে নতুন ঠিকানায় পাড়ি দিবেন মেসি। সম্ভাব্য গন্তব্যস্থল হিসেবে তার শৈশবের ক্লাব বার্সেলোনা, সৌদির আল-হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির নাম উঠে এসেছে। তবে মেসি যে সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে বড় প্রস্তাব পেয়েছেন সেটি রয়টার্সকে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকার ঘনিষ্ঠ এক সূত্র।
গত মাসে মেসি পিএসজিতে দুই সপ্তাহ নিষিদ্ধ হওয়ার পর গুঞ্জনটা সবচেয়ে বেশি ডালপালা মেলে। গালতিয়ের কাল ঘোষণাটা দেওয়ার পর বিষয়টি মোটামুটি একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু পিএসজির পক্ষ থেকে যা জানানো হয়েছে তাতে গালতিয়েরের কথাটা সঠিক নয়।
মেসিকে নিয়ে কাল গালতিয়েরের সেই ঘোষণার কয়েক ঘণ্টা পর স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে কথা বলেছেন পিএসজির এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। ক্লেরমঁর বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি। মেসির জন্যও এটা মৌসুমের শেষ ম্যাচ বলে নিশ্চিত করেছে সেই সূত্র।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, পিএসজি জানে মেসি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না। কিন্তু প্যারিসের ক্লাবটি নাকি এখনো আশা ছাড়েনি। মেসির বর্তমান চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। পিএসজি নাকি এই আশায় বসে আছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৮ ডিসেম্বরে পে-স্কেল ঘোষণা, যা জানা গেল
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: তিন ধাপে আসছে নবম পে-স্কেল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ ডিসেম্বর ২০২৫
- নবম পে-স্কেল: গেজেট নেই, ১৮ ডিসেম্বর নতুন সিদ্ধান্ত আসছে
- পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা: শেষ ভরসা অর্থ উপদেষ্টা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ ডিসেম্বর ২০২৫
- Ipl Auction 2026: মুস্তাফিজের দিকে নজর ৫ দলের
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- IPL Auction 2026: সরাসরি দেখুন
- ওসমান হাদির বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু
- পে-স্কেল নিয়ে আল্টিমেটাম শেষ, সর্বশেষ যা জানা গেল
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, মুস্তাফিজের অবস্থান কি
- আইপিএল ২০২৬ মিনি-নিলাম: সরাসরি যেভাবে দেখবেন
- আজকের সকল টাকার রেট: ১৫ ডিসেম্বর ২০২৫
- বাংলাদেশের আবারও বাড়ল সোনার দাম
