শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

রাজশাহীতে জয়ের জন্য ১৬৬ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে তারা। দলের রান একশ ছুঁয়েছে ২৫ ওভারে। এর আগে অবশ্য ৮৫ বলে হাফ সেঞ্চুরি করেন শাহজাইব খান।
আরেক ওপেনার আজান আওয়াইজ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮১ বলে রোহানাত বর্ষণের বলে চার মেরে। সেঞ্চুরির পথে ছুঁটতে থাকা শাহজাইবকে আউট করেন মাহফুজুর। ১১৬ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। এরপর শামিলকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন আওয়াইজ। তিনি অপরাজিত ছিলেন ৬৯ রানে।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তারা দুজনে মিলে শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের পঞ্চম ওভারে আমিরের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা আরাফাত আহমেদ মিনহাজকে ক্যাচ দিয়ে ফেরেন আশিকুর। ১৫ বল খেলে মাত্র ২ রান করেছেন তরুণ এই ওপেনার।
এক ওভার পর আউট হয়েছেন তিনে নামা শাহরিয়ার সাকিব। আমিরের বলে শামিলের হাতে ক্যাচ দেন ৪ রান করা ডানহাতি এই ব্যাটার। সাদা পোশাকে সেঞ্চুরি পেলেও এদিন ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন তিনি। পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে ২ উইকেট হারিয়ে ২৫ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা।
আমিরকে উইকেট দিয়েছেন আহরার আমিন পিয়ান। উইকেটের পেছনে থাকা মির্জা বাগকে ক্যাচ দেন ১৫ বলে মাত্র ২ রান করা এই ব্যাটার। আদিল একপ্রান্ত আগলে রাখলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬ রান করা জাকারিয়া ইসলাম শান্ত আউট হয়েছেন আইমাল খানকে উইকেট দিয়ে।
জাকারিয়ার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আদিল। আলী আসফান্দের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ২৩ রান করা এই ওপেনার। শিহাব জেমস শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ওবাইদ শহিদের বলে ফেরার আগে করেছেন ১৫ রান। ৫৮ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে টানতে থাকেন মাহফুজুর।
মুহাম্মদ ইসলামের বলে লং অফ দিয়ে চার মেরে ৮৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। শেষ পর্যন্ত ১০০ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মাহফুজুর। ৫০ ওভার শেষ বাংলাদেশ তুলতে পারে মাত্র ১৬৫ রান। পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আমির।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- প্রথমার্ধের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচ
- জাতীয় বেতন স্কেল ২০২৫: ন্যূনতম ৩৫ হাজার, সর্বোচ্চ ১.৪ লাখ
- ৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচ
- ৯০ মিনিটের খেলা শেষ: ব্রাজিল বনাম চিলি ম্যাচ
- ৭০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম নেপাল
- ৯০ মিনিটের খেলা শেষ, নেপাল বনাম বাংলাদেশ ম্যাচ
- প্রথমার্ধের খেলা শেষ; ব্রাজিল বনাম চিলি
- শুরু হল বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ: সরাসরি দেখুন
- দেশের বাজারে আজকের ১৮, ২১, ২২ ক্যারট সোনার দাম
- প্রথমার্ধের খেলা শেষ: নেপাল বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ
- অতিরিক্ত সময়ে গোল: বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ শেষ
- ব্লাড মুন: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে
- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ: কবে কখন কিভাবে দেখবেন
- এবার ভারতকে ভেঙে ফেলার ডাক, নতুন মানচিত্র প্রকাশ
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ