| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

শাহীনের স্বপ্ন পূরণ করলেন তামিম ইকবাল

২০২৩ মার্চ ১৮ ১২:২৮:৫৯
শাহীনের স্বপ্ন পূরণ করলেন তামিম ইকবাল

কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত এক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। গত শুক্রবার বামন (১৮ ইঞ্চি উচ্চতা) ভক্ত শাহীন ফকিরের সঙ্গে দেখা করা তার স্বপ্ন পূরণ করলেন।

বাংলাদেশ দলের গ্র্যান্ড সিলেট টিম হোটেলে শাহিনের সঙ্গে দেখা করেন ওয়ানডে অধিনায়ক তামিম। তামিম আসলে শাহীনের অনুরোধেই এটা করেছেন। শাহীন বামন হলেও একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

শাহীনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তামিম ইকবালের সঙ্গে দেখা করা। এবার তা আজ পূর্ণ হলো। কথায় আছে, একজন মানুষ তার স্বপ্নের মতোই বড়। নিশ্চয়ই আজকের রাতটি হবে শাহীনের জীবনের অন্যতম সফল রাত।

শাহীন পোলিওর কারণে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে বেড়ে ওঠে। কয়েক সপ্তাহ আগে তামিমের প্রেম ও তাকে কাছে থেকে দেখার স্বপ্নের খবর গণমাধ্যমে এসে তামিমের নজরে আসে। আজ আবার দেখা হবে। টিম হোটেলে তামিম শাহীনকে একটি অটোগ্রাফ করা জার্সিও উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, নাফীস ইকবাল, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। মুশফিক শাহীনকে দিয়েছেন ম্যাচের খেলা দেখার টিকিট। এসময় শাহীন বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে পছন্দ করি। কিন্তু তামিম ইকবাল সবচেয়ে পছন্দের। এরপর সাকিব আল হাসান।’

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে