| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

বিপিএল খেলতে ঢাকায় আসছেন শানাকা-টপলি

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১২:৫৬:২৬
বিপিএল খেলতে ঢাকায় আসছেন শানাকা-টপলি

বাংলাদেশ সব থেকে বড় ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগের খেলা প্রায় শেষ দিকে। এই আসরে ইতোমধ্যেই প্লে অফের লাইনআপও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে নকআউটে নামার আগে আরও একবার নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

আসরের মাঝপথে এবার রিস টপলিকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স, এ তথ্য ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে আসরের অন্যতম শক্তিশালি দল ফরচুন বরিশাল এবার দলে ভিড়িয়েছে দাসুন শানাকাকে। এই লঙ্কান অলরাউন্ডার গত কয়েকদিন ধরেই ব্যাস্ত সময় পার করেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। অন্য গরয়া আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আসরের শুরু দিকে তিনি অফফর্মে থাকলেও শেষ দিকে এসে ব্যাট হাতে রান পেয়েছেন।

আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে করেছিলেন ১১ রান। আর বল হাতে ১৯ রান খরচ করে উইকেট শুন্য ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে আসরে নিজের শেষটা রাঙিয়েছেন তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে।

সবমিলিয়ে আসরে ৯ ম্যাচ খেলেছেন শানাকা। সেখানে ৭ ইনিংসে প্রায় ২১ গড়ে ১৪৮ রান করেছেন তিনি। আর দুই ইনিংসে বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি এই পেস বোলিং অলরাউন্ডার। তার সাম্প্রতিক ফর্ম আপ টু দ্য মার্ক না হলেও তার ওপর ভরসা রাখছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে