| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

ভারতকে খাটো করে ধোনি নিয়ে প্রশংশা করে হইচই ফেলে দিলেন সুরেশ রায়না

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৬:৪০:০০
ভারতকে খাটো করে ধোনি নিয়ে প্রশংশা করে হইচই ফেলে দিলেন সুরেশ রায়না

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির কতটা অবদান তা কম বেশি সবারই জানা। তার সময়েই উঠে এসেছেন অনেক তরুন খেলোয়াড়। তাদেরই একজন হলেন সুরেশ রায়না। জাতীয় দল বা আইপিএল সব খানেই তিনি ছিলেন ধোনির কাছের একজন। তাই ধোনির জন্য তার আবেগ থাকাটাই সাভাবিক। কিন্তুু তিনি এই নিয়ে যা বললেন তা শুনে অবাক হতে হয়।

এক সাক্ষাৎকারে রায়না বলেন, “জাতীয় দল আর আইপিএলে মিলিয়ে ধোনির সাথে অনেক ম্যাচ খেলেছি, সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। একসাথে অনেকগুলো ফাইনালও খেলেছি, বিশ্বকাপ জিতেছি। বলতে দ্বিধা নেই, আমি প্রথমে ধোনির জন্য খেলেছি, তারপরে ভারতের জন্য। ধোনি অধিনায়ক হিসেবে যেমন অসাধারন, মানুষ হিসেবেও ঠিক তেমনই”

ধোনির প্রতি রায়নার অগাদ ভালোবাসা থেকেই হয়তো তিনি এমন টা বলেছেন।২০২০ সালের ১৫ আগস্ট বিশ্বকে চমকে দিয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এমএস ধোনি। নিজের ইনস্টাগ্রামে বিদায়ের খবর পোস্ট করে ভক্তদের কাঁদিয়েছিলেন ধোনি। সেই ভক্তদের তালিকায় হয়তো রায়নাও ছিলেন, নইলে ধোনির অবসর ঘোষণার মাত্র ৩০ মিনিট পরেই কেন সুরেশ রায়নাও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নেয়ার কথা ঘোষণা করবেন! ওই ধোনির সাথে সাথে রায়নার অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটে ধোঁয়াশা তৈরি হয়েছিলো।ভারতের জার্সিতে ১৮ টেস্টে ৭৬৮ রান করা সুরেশ রায়না ওয়ানডে খেলেছেন ২২৬টি, ৩৫.৩১ গড়ে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন। ২০১৮ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন সুরেশ রায়না।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে