| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১০:২৪:২৬
অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

সৌদি প্রো লিগে শুক্রবার আল ফাতেহর মাঠে দুই বার পিছিয়ে পড়ে হারের মুখে পৌঁছে গিয়েছিল আল নাস্র। যোগ করা সময়ের গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো।

স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেইয়োর গোলে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ফাতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাস্র।

৫৮তম মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার সোফিয়ানের গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে আল নাস্র।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে মাত্র দ্বিতীয় গোলের দেখা পেলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

মৌসুমের শুরু থেকে ছন্দ হারিয়ে প্রিমিয়ার লিগের দলটির শুরুর একাদশে জায়গা হারান রোনালদো, ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের মাঝে কয়েকবার মেজাজ হারিয়ে ভাঙেন নিয়ম, তাতে শাস্তিও পান তিনি। এরপর কাতার বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ওই ক্লাব, কোচ এরিক টেন হাগ ও এর মালিকপক্ষকে নিয়ে বিতর্কিত সব মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। পরে তার সঙ্গে চুক্তি ভেঙে দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ।

এরপর গত বছরের শেষ দিনে আল নাস্রের সঙ্গে দুই বছরের চুক্তি করেন রোনালদো।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে