৬ গোলের ম্যাচেও জয় পেলো না কোনো দল
ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের লিয়ান্দ্রো ট্রোজার্ডের কাছেই মূলতঃ হোঁচটটা খেয়েছে লিভারপুল। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন বেলজিয়ান এই ফুটবলার।
লিভারপুল যে হেরে যায়নি, এটা তাদের সৌভাগ্য। কারণ, প্রথমেই দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দুই গোল দিয়ে সমতায় ফিরলেও ব্রাইটনের অ্যাডাম ওয়েবস্টারের আত্মঘাতি গোলে পরাজয় থেকে বেঁচে যায় তারা। উল্টো দুর্দান্ত খেলেও জয় না পাওয়ার আফসোসে পুড়তে হয় ব্রাইটনকে।
ব্রাইটনের কোচ রবার্তো জার্বি’স এর এটাই প্রথম ম্যাচ। জয় দিয়েই শুরু করতে পারবেন তিনি। অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই ট্রোজার্ডের দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। ১৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ার কারণে স্তব্ধ হয়ে যায় লিভারপুলের সমর্থকরা।
অ্যানফিল্ডে আসা লিভারপুল সমর্থকরা দারুণ হতাশ হচ্ছিলেন, তাদের দলের স্ট্রাইকাররা গোলের সুযোগই তৈরি করতে পারছিলেন না। অবশেষে তাদেরকে স্বস্তি এনে দেন রবার্তো ফিরমিনো। ৩৩তম মিনিটে গোল করেন তিনি। যদিও মোহাম্মদ সালাহ অফসাইডে ছিলেন- এ অজুহাতে প্রথমে গোল বাতিল করে দেয়া হয়ছিল; কিন্তু ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলকে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটন। কিন্তু তাদের চাপ উপেক্ষা করে ৫৪তম মিনিটে আবারও গোল করেন ফিরমিনো। সমতায় ফেরে লিভারপুল। এবারের মৌসুমে ফিরমিনোর এটা পঞ্চম গোল। গত মৌসুমের পুরোটা জুড়েও এতগুলো গোল করতে পারেননি তিনি।
৬৩তম মিনিটে প্রথমবার এগিয়ে যেতে সক্ষম হয় অল রেডরা। ব্রাইটানের অ্যাডাম ওয়েবস্টার যখন নিজেদের জালেই বল জড়িয়ে দিতে সক্ষম হয়। কিন্তু লিয়ান্দ্রো ট্রোসার্ড ক্ষান্ত হননি। নিজের হ্যাটট্রিক তো পূরণ করেনই, সঙ্গে ব্রাইটনকেও সমতায় ফিরিয়ে আনেন। যার ফলে লিভারপুলের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ব্রাইটন।
ড্র করার ফলে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে লিভারপুল। আর ব্রাইটন যেন রীতিমত উড়ছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- মনোনয়ন বিদ্রোহ: ৪০ আসনে প্রার্থী বদলাচ্ছে বিএনপি!
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- বিএনপির ৪০ আসনে প্রার্থী রদবদল চূড়ান্ত!
- সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক শেষ, মিললো সুখবর
- নতুন পে স্কেল কার্যকর কবে! বৈঠকে সচিবদের গুরুত্বপূর্ণ আলোচনা
- পে স্কেল নিয়ে সুখবর: জট খুলছে বেতন কাঠামোর
- আজকের সোনার বাজারদর: ২৪ নভেম্বর ২০২৫
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- পে স্কেল চূড়ান্তকরণ: সচিব বৈঠক ফলপ্রসূ, দ্রুত রিপোর্ট জমায় আশা
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- শ্বাসরুদ্ধকর ফাইনাল: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ গড়াল সুপার ওভারে! লাইভ দেখুন
- টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- চাঁদ দেখা গেল; নির্ধারন হল রোজা ও ঈদের সময়
