| ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

যত বেশি বাউন্ডারি, জেতার সম্ভাবনা তত বেশি: সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১৭:২৩:৫০
যত বেশি বাউন্ডারি, জেতার সম্ভাবনা তত বেশি: সিডন্স

ম্যাপে বড় কোনো পার্থক্য নেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি করার একটা পথ বাতলে দিয়েছে জেমি সিডন্স। তিনি বলেছেন, ছক্কা না মারতে পারলেও অন্তত চার মারতে হবে, এক-দুই নিয়ে কখনো টি-টোয়েন্টি জেতা যাবে না।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার খুবই কম। যেখানে বড় দায় ব্যাটারদের। বাউন্ডারি মারায় বেশ পিছিয়ে তারা। মাত্র বিশ ওভারের খেলায় উইকেটে সেট হওয়ার খুব বেশি সময় পাওয়া যায় না, উইকেটে গিয়ে শুরু থেকেই শট খেলতে হয়।

তাছাড়া বাংলাদেশের ব্যাটারদের আরও একটি বড় সমস্য হচ্ছে, বেশি বেশি ডট বল খেলা। এই সমস্যা থেকেও বের হয়ে আসা জরুরী। স্কোর বোর্ডে বড় রান না তুলতে পারলে বোলারদের কিছুই করার থাকে না। যেখানে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। সিডন্স বলছেন, প্রতিপক্ষকে অন্তত মাঝারি মানের লক্ষ্য দিতে পারলেও বাকি কাজটা বোলাররা করতে পারবে।

সিডন্স বলেন, 'টি-টোয়েন্টি জিততে হলে চার ছক্কা লাগবেই, যত বেশি বাউন্ডারি; জেতার সম্ভাবনা তত বেশি, সাথে এক-দুই। তবে মাথায় রাখা জরুরী, এক-দুই নিয়ে বিশ ওভারের ম্যাচ জেতা যাবে না। ডটবল যতো কম খেলা যায় ততো ভালো। যথেষ্ট ছক্কা মারা যদি সম্ভব নাও হয়, চার মারতে হবে। টি-টোয়েন্টিতে অনেক বড় স্কোরের বদলে আমাদের দরকার মোটামুটি ভালো রান। কারণ বোলিং যথেষ্ট ভালো। মোটামুটি ভালো রান স্কোরবোর্ডে থাকলে, বাকি কাজটা বোলাররা করে দিতে পারবে।'

বাংলাদেশের ব্যাটাররা শারীরিকভাবেই পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। যেখানে তাদের কোনো দায় নেই। তবে দক্ষতা আর টাইমিং দিয়েও বড় শট খেলা যায়। যার বড় উদাহরণ হতে পারেন ভারতের হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের ব্যাটারদের নিয়ে এই জায়গায়ই কাজ করতে চান জেমি সিডন্স।

ব্যাটিং কোচ বলেন, 'পাওয়ার হিটিং শেখানোর জন্য আমিই যথেষ্ট। কিন্তু এখানে (ওয়েস্ট ইন্ডিজ) আসার পর মোটে পাঁচটা সেশন কাজ করতে পেরেছি, ম্যাচের আগে পরে; আর ম্যাচের প্রস্তুতির সময় পাওয়ার হিটিং স্কিল নিয়ে কাজ করতে গেলে ব্যাটাররা সেটা নিতে পারবে না। হয়তো নতুন টেকনিক শেখাতে হবে অথবা টেকনিকে বদল আনতে হবে, এই কাজগুলো খেলা চলাকালীন করলে ওদের সমস্যা হবে। বড় শট খেলার দক্ষতা বাড়াতে পর্যাপ্ত ট্রেনিং প্রয়োজন, রাতারাতি পাওয়ার হিটার বানানো যায় না। সময় লাগে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ...

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ...

ফুটবল

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা প্রায় শেষ! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (নারী ফুটবল দল) আজ (সোমবার, ...

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে এখন ফুটবলের উন্মাদনা তুঙ্গে। ২০২২ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার গোটা বিশ্বকে চমকে ...