| ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

অভিমান ভেঙ্গে দলে ফিরছে তামিম, বাদ সৌম্য লিটন দলে ফিরছে জাকির ইমন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৪ ০৮:৩২:৫৫
অভিমান ভেঙ্গে দলে ফিরছে তামিম, বাদ সৌম্য লিটন দলে ফিরছে জাকির ইমন

তর্কের খাতিরে ধরে নেওয়া যাক তামিম ইকবাল খান আর জাতীয় দলে ফিরছেন না তাঁর অবর্তমানে বাংলাদেশ দলের ওপেনিং পজিশন কি থমকে যাবে নিশ্চয়ই না। আবার ধরুন তিনি ফিরলেন ওয়ান ডে ক্রিকেটে ২০২৫ পরবর্তী সময়ে তিনি খেলা চালিয়ে যাবেন সেই নিশ্চয়তা নিশ্চয়ই নেই। তাই তো তামিমের বিকল্প শুধু খোঁজা নয়, তাকে প্রস্তুত করে ফেলাও ভীষণ গুরুত্বপূর্ণ।

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে আফ্রিকায়, যেখানে বাংলাদেশের রয়েছে সুখস্মৃতি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল টাইগার যুবারা। সেই দলে বেশ কয়েকজন বর্তমান বাংলাদেশ দলের কান্ডারি। সেই দল থেকে উঠে আসে তানজিদ হাসান তামিমকে ভাবা হয়েছিল তামিম ইকবালের যোগ্য উত্তরসূরি। কিন্তু দুটি ভিন্ন ফর্ম্যাটের বিশ্বকাপ খেলে ফেলার পরও উচিত্ প্রত্যাশার সুবিচার করতে পারেননি।

তাই তো প্রশ্ন আবারও হচ্ছে কে হবেন তামিমের স্থলাভিষিক্ত? তাছাড়া সমস্যা রয়েছে ভিন্ন জায়গায়ও লিটন কুমার দাস দীর্ঘ সময় ধরে বাজে পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো তিনি আবার স্বরূপে ফিরবেন, কিন্তু সেটাও নিশ্চয়তা নেই তাঁর ফর্ম যে আবার ২০২৭ সালের বিশ্বকাপের আগে আবার নিম্নগামী হবে না, সে গ্যারান্টিও দেওয়া সম্ভব নয়। তাই তো এক সেট ওপেনার তৈরি করে রাখার এটাই মোক্ষম সময় তৈরি করার ক্ষেত্রে তানজিদ তামিম হয়তো প্রাধান্য পাবেন বেশি। যেহেতু তামিমের পরিবর্তে একজন বাঁহাতি ওপেনারকে যাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বাঁহাতি ওপেনার চাহিদা মেটানোর অপেক্ষায় আছেন আরও দুজন। একজন জাকির হাসান, অন্যজন পারভেজ হোসেন ইমন।

বাকিদের চাইতে জাকির অবশ্য ওপেনিং পজিশনের দাবিটা জোরালো করতে পারেন৷ কেননা প্রায় একশ আঠারোটা লিস্ট এ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন জাকির চার শতকের বিপরীতে ২২ টি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টি টোয়েন্টিও খেলেছেন বাংলাদেশের হয়ে। এমনকি ওয়ানডেতেও তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন। যদিও বাকি দুই ফর্ম্যাটের যা টেস্ট ক্রিকেটের জাকির পারফরম্যান্স, হতাশাজনক সন্তোষজনক নয়।

সেখানে একটি সেঞ্চুরি করেছেন সাত ম্যাচের চারটি হাফ সেঞ্চুরি করেছেন। অতএব অভিজ্ঞতার বিচারে তিনি প্রাধান্য পেতেই পারেন। তামিম ইতোমধ্যেই তিনটি বড় টুর্নামেন্ট খেলে ফেলেছেন এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপ টি 20 বিশ্বকাপ। অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন তানজিদ তামিম। ৫০ ওভারের দুটি টুর্নামেন্ট খেলে তানজিদ ১১ ম্যাচে সর্বসাকুল্যে একশ ৫৮ রান করেছেন। অন্যদিকে টি 20 বিশ্বকাপে সাত ম্যাচে ৭৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে৷ অথচ যে ২০২৩ এশিয়া কাপের ঠিক আগেই ইমার্জিং এশিয়া কাপে চার ম্যাচে ১৭৯ রান করেছিলেন তিনি। ১১৪ স্ট্রাইক রেটে সেই ইনিংসগুলোর জন্য জাতীয় দলের ডাক অতি দ্রুতই পেয়ে যান।

কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে মলিন।তরুণী ব্যাটার মলিনতা আছে আছে অবশ্য পারমিশন সেই মনের উপর তিনটি টি 20 খেলেছেন জাতীয় দলের হয়ে৷ সেখানে নিজের পারফরম্যান্সের ছাপ ফেলতে পারেননি। অগত্যা তাঁকে জাতীয় দল ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের একজন জাতীয় দলের সন্নিকটে থাকা প্রতিটি ক্যাম্পে নিয়মিত ডাক পান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রাজনীতি থেকে সরে এসেছেন মাশরাফি: ক্রীড়া উপদেষ্টা

রাজনীতি থেকে সরে এসেছেন মাশরাফি: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মী ...

বিপিএলে দল পাওয়ার সুযোগ পাচ্ছে নোয়াখালী

বিপিএলে দল পাওয়ার সুযোগ পাচ্ছে নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে যখন রাজধানীর শাহবাগে জেলার যুবকরা বিক্ষোভ সমাবেশে ...

ফুটবল

নভেম্বরে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, মার্চে প্রতিপক্ষ সিঙ্গাপুর

নভেম্বরে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, মার্চে প্রতিপক্ষ সিঙ্গাপুর

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ দুটি ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ...

রাতে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

রাতে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আজ (শুক্রবার) রাতে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল ...