ফাইনালের দিকে চোখ রাঙাচ্ছে রোহিতরা, জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে হার্দিকরা
এই প্রতিযোগিতার অন্যতম দুই দলের মধ্যে লড়াই ফাইনালে যাওয়ার। এক দিকে ঘরের মাঠে জয়ে ফেরার লক্ষ্য মাঠে নামবে হার্দিকদরা। অন্যদিকে ফাইনালের দিকে চোখ রাঙাচ্ছে রোহিতদের মুম্বাই। লিগ পর্বে শীর্ষে শেষ করা গুজরাতের পারফরম্যান্স শেষ দু’টি ম্যাচে আশানুরূপ হয়নি। আবার প্রথম দু’টি ম্যাচ হেরে অভিযান শুরু করা মুম্বই প্রতিযোগিতার মাঝামাঝি পর্যায় থেকে ছন্দ ফিরে পেয়েছে।
আজ ২৬ মে শুক্রবার আমদাবাদের ২২ গজে দু’দলকেই চিন্তায় রাখতে পারে ব্যাটিং। উপরের দিকের একাধিক ব্যাটারের ধারাবাহিকতার সমস্যা রয়েছে। মুম্বই অধিনায়ক নিজে সেরা ছন্দে নেই। আরেক ওপেনিং ব্যাটার ঈশান কিশনও নিয়মিত রান পাচ্ছেন না। ক্যামেরন গ্রিন, তিলক বর্মাদের উপর অনেকটাই নির্ভর করছে মুম্বইয়ে ইনিংস।
সূর্যকুমার যাদবের রানে ফেরা মুম্বইয়ের জন্য ইতিবাচক দিক হলে গুজরাতের সুবিধা শুভমন গিলের অনবদ্য ছন্দ। আর ৯ রান করলেই তিনি আইপিএলের কমলা টুপি জয়ের দৌড়ে শীর্ষে চলে আসবেন। যদিও আর এক ওপেনার ঋদ্ধিমান সাহার ব্যাটে নিয়মিত রান আসছে না। অধিনায়ক হার্দিকও ব্যাট হাতে সেরা ছন্দে নেই। লোয়ার মিডল অর্ডারে নেমে দলের ইনিংস টানছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
শুক্রবারের ম্যাচে মূল লড়াই হতে পারে মুম্বইয়ের মিডল অর্ডারের সঙ্গে গুজরাতের বোলিংয়ের। রশিদ ছাড়াও মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মারা ভাল ছন্দে রয়েছেন। শামি এবং রশিদ দু’জনেই আইপিএলের বেগনি টুপির লড়াইয়ে আছেন। গুজরাতের প্রায় সব বোলারই ভাল ছন্দে রয়েছেন। অধিনায়ক হার্দিক তাঁদের কাছে আরও একটু ভাল পারফরম্যান্স আশা করছেন নকআউট পর্বে। সে কথা প্রকাশ্যেই বলেছেন।
মুম্বইকে ভরসা দিচ্ছেন আকাশ মাধোয়াল। লখনউয়ের বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের ভরসা দিয়েছেন তিনি। বুধবারের ছন্দ শুক্রবারও আকাশ ধরে রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন গুজরাতের ব্যাটাররা। গ্রিন, পীযূষ চাওলারাও রয়েছেন মুম্বইয়ের বোলিং আক্রমণের ধার বাড়ানোর জন্য। যদিও ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন হার্দিকরা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
- ২০২৬ সালে সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন ছুটি
