| ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

তিক্ততা ভুলতে কোহলিকে নিয়ে আসেন সৌরভ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ১৫:৫৫:৪৬
তিক্ততা ভুলতে কোহলিকে নিয়ে আসেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই অন্তত তেমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। সকলের মুখে আপাতত একটাই কথা! সৌরভ তিক্ততা ভুলতে পারলেও গৌতম গম্ভীর কিন্তু নিজের ঈর্ষা এবং অহমিকা ছেড়ে বেরিয়ে আসতে পারলেন না।

সবচেয়ে সস্তায় কিনুন স্মার্টওয়াচ! অ্যামাজন গ্রেট সামার সেলে পাবেন মাত্র 899 টাকায়গত সোমবার অর্থাৎ ১ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে লখনউয়ের আফগান পেসার নবীন উল হকের সঙ্গে RCB-র প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলির সঙ্গে ঝামেলার সূত্রপাত হয়েছিল। ম্যাচের শেষে সেই ঝামেলাই আরও বড় আকার ধারণ করে।

কিন্তু, এই দুই ক্রিকেটারের কথা কাটাকাটির মধ্যেই আচমকা ঝাঁপিয়ে পড়েন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। আর তিনি আসতেই গোটা বিষয়টা আরও খারাপের দিকে চলে যায়। অনেকেই একথা বলতে শুরু করেন যে ১০ বছর আগে গম্ভীর এবং কোহলির মধ্যে এই IPL-এর মঞ্চেই যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, সেই ছাইচাপা আগুনই যেন দাবানলে পরিণত হয়েছে।

২০১৩ সালেও গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে ঝামেলা হয়েছিল। তখন গম্ভীর ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক, আর বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। RCB যখন ব্যাট করছিল, সেই সময়ই গম্ভীর এবং কোহলির মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। যদিও সতীর্থরা এগিয়ে এসে তাঁদের দুজনকে সরিয়ে নিয়ে যান। ২০১৬ সালেও একই ঘটনা দেখতে পাওয়া যায়। ইডেন গার্ডেন্সে আয়োজিত সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে হেরে গিয়েছিল। ম্যাচ যখন প্রায় শেষ হওয়ার মুখে, ঠিক তখনই বিরাট কোহলির দিকে বল ছুঁড়ে মারেন গৌতম গম্ভীর। তারপরই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এবার ২০২৩ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল।

ইতিমধ্যে শনিবারই আবার তরুণ আফগান বোলার নবীন উল হক গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'লোকজনের সঙ্গে তেমনই ব্যবহার করো, যেমনটা তুমি ব্যবহার করতে চাইবে। ঠিক ততটাই কথা বলো, যতটা তুমি কথা বলতে চাইবে।' এই পোস্টটা যে বিরাট কোহলিকে নিয়েই করা হয়েছে, সেই ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না।

কারণ ক্যাপশনের শেষে তিনি 'গোট' ইমোজিও দিয়েছেন। আর G.O.A.T বলতে আমরা বিরাট কোহলিকেই বুঝি। এই পোস্টের কমেন্ট সেকশনে গৌতম গম্ভীর আবারও খানিকটা বিতর্কের আগুন উসকে দিয়েছেন। তিনি লিখেছেন, 'তুমি যেমনটা আছ, ঠিক তেমনই থাকো। নিজেকে কখনও বদলে ফেলো না।' ফলে গম্ভীর যে বিরাটের সঙ্গে আপাতত ঝামেলা মেটাতে চাইছেন না, সেটা এই একটা কমেন্টেই তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ২য় টি টোয়েন্টিতে পালটে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখে নিন ম্যাচ সময়

পাকিস্তানের বিপক্ষে ২য় টি টোয়েন্টিতে পালটে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখে নিন ম্যাচ সময়

৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই ...

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম: মাত্র ২০ ইনিংসে ৫৫ ছক্কা!

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম: মাত্র ২০ ইনিংসে ৫৫ ছক্কা!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে পেল এক নতুন বিস্ফোরক তারকা—তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ...

ফুটবল

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

মেসি বনাম ইয়ামাল: আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন—এই দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...