| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

রমিজকে ভিন্ন ভাবে অপমান করলেন পিসিবি

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৫:৩১:৪৯
রমিজকে ভিন্ন ভাবে অপমান করলেন পিসিবি

ক্রিকেট এমনিতে সবার কাছে অনেক জনপ্রিয়। এই ক্রিকেটকে আরও বেসি জনপ্রিয় করতে ধারাভাষ্যকারদের ক্রিকেটারদের জুক্ত করক হয়েছে। তার উপর টেলিভিশন এর পর্যায় ক্রিকেটকে আরও প্রাণবন্ত করতে এই ধারাভাষ্যকারদের বিকল্প কিছু নেই। সেই সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মাঠের ক্রিকেটের সঙ্গে দর্শকদের মেলবন্ধন করে করে দেন এই ধারাভাষ্যকাররা।

এই কারনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কারা থাকছেন ধারাভাষ্য প্যানেলে। আই মুহুরতে চলছে বিপিএল ছাড়া আরও কয়রকটা আসর। পাকিস্তান সুপার লিগ এর মধ্যে অন্যতম একটি। এবার চমক থাকছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্য প্যানেলেও।

পাকিস্তানি এই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরে ধারাভাষ্য দিতে দেখা যাবে ওয়াকার ইউনিস, তারিক সাইদ, ড্যানি মরিসন, মার্ক বুচার, নিক রাইট, বাজিদ খান, সিকান্দার বখস, কাস নাইডু ও উরোজ মুমতাজের মতো তারকাদের।

ক্রিকেটকে সুমধুর করতে উপস্থাপক হিসেবে রাখা হয়েছে জয়নব আব্বাস ও এরিন হল্যান্ডকে। তাদের উপস্থিতি নিঃসন্দেহে পিএসএলের রঙ বাড়াবে অনেক গুণ।

এই তো বেশ কদিন আগেই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন রমিজ রাজা। এরপর নিজের পুরোনো পেশা ধারাভাষ্যে ফেরার কথা জানিয়েছিলেন তিনি।

যদিও পিসিবির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পিএসএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে