| ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০

সৌদির কাছে জিতেও ভিন্ন এক নিয়মে বিদায় মেক্সিকোর

২০২২ ডিসেম্বর ০১ ১৬:১২:৫০
সৌদির কাছে জিতেও ভিন্ন এক নিয়মে বিদায় মেক্সিকোর

জয়ের জন্য যা যা দরকার সবই করেছে মেক্সিকো। সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েও দিয়েছে। অন্য ম্যাচে পোল্যান্ডও হেরেছে আর্জেন্টিনার কাছে। তবে দুই দলেরই গোল ব্যবধান সমান। ২-০। যার ফলে মেক্সিকো এবং পোল্যান্ডের পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও সমান।

সৌদি আরবকে হারিয়েও ভিন্ন এক নিয়মে বিদায় মেক্সিকোর

এ ক্ষেত্রে ফিফার অন্য নিয়মে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো পোল্যান্ড। হলুদ কার্ড বেশি দেখেছে মেক্সিকো। তারা ৭টি হলুদ কার্ড দেখেছে। অন্য দিকে ৫টি হলুদ কার্ড দেখেছে পোল্যান্ড। হলুদ কার্ডের এই পার্থক্যের কারণে বিদায় ঘটলো মেক্সিকোর। দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো পোল্যান্ড।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে