| ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

“ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, জোর দিয়েই বলে যাচ্ছি”- বোলারদের উপর ক্ষেপে প্রধান কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১০:২৩:১৪
“ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, জোর দিয়েই বলে যাচ্ছি”- বোলারদের উপর ক্ষেপে প্রধান কোচ

পরে ম্যাচের লাগাম ধরল শক্ত হাতে। বোলিংয়ে এই খেই হারানো এবং যথেষ্ট ধারাবাহিক হতে না পারায় তামিম-সাকিবের কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে আবারও ফুটে উঠল সেই পুরনো আক্ষেপ।

সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে বিনা উইকেটে ৬৭ রানে। ম্যাচে ফিরতে বাংলাদেশের প্রয়োজন ছিল দারুণ কিছু এবং দ্বিতীয় দিন সকালে শনিবার তেমন কিছুই করে দেখান বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের খুব একটা সুযোগ দেননি চার বোলার। শরিফুল ইসলাম প্রথম ব্রেক থ্রু দেওয়ার পর ক্রেইগ ব্র্যাথওয়েটের গুরুত্বপূর্ণ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। পরে সৈয়দ খালেদ আহমেদ এক ওভারেই নেন দুই উইকেট। ইবাদত উইকেট না নিলেও প্রথম স্পেলে ৭ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তৈরি করেন চাপ।

প্রথম সেশনে ৪ উইকেট নেয় বাংলাদেশ। তখন এমনকি লিড নেওয়ার সম্ভাবনাও ছিল উজ্জ্বল। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ১৩৭। উইকেটে তখনও নতুন দুই ব্যাটসম্যান।

লাঞ্চের পর সেই শৃঙ্খলা ও চাপ ধরে রাখার প্রক্রিয়ায় দেখা যায়নি বাংলাদেশের বোলিংকে। প্রায় প্রতি ওভারেই দেখা যায় আলগা বল। সেটির ফায়দা নিয়ে কাইল মেয়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড গড়ে তোলেন জুটি। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই পড়েনি।

দিনজুড়ে ভালো বোলিং করতে পেরেছেন কেবল মিরাজ। তিনিই শেষ সেশনে ব্ল্যাকউডকে (৪০) আউট করে ১১৬ রানের জুটি ভাঙেন। কিন্তু মেয়ার্স আরও একটি জুটি গড়ে তোলেন জশুয়া দা সিলভাকে নিয়ে। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৩৪০। মেয়ার্স অপরাজিত ১২৬ রানে।

দিনশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডমিঙ্গো অসন্তুষ্টির কথা জানালেন বোলিংয়ের সামগ্রিক চিত্রে। ধারাবাহিকতার অভাব নিয়ে পুরনো হতাশার কথাই আবার বললেন কোচ।

“এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটের মতোই, একটা সেশন ভালো গেছে আমাদের, আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা যথেষ্ট পরিমাণে আঁটসাঁট বোলিং করে ওদেরকে চাপে ফেলতে পারিনি আমরা, যেটা পেরেছিলাম প্রথম সেশনে। খুবই হতাশার এটি।”

“প্রথম সেশনে আমরা অসাধারণ বোলিং করেছি। কিন্তু লাঞ্চের পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দা উইকেট করার কথা, তখন রাউন্ড দা উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি।”

লাঞ্চের পর বাংলাদেশের কিছুটা এলোমেলো বোলিং দেখে মনে হয়েছে, পরিকল্পনা বুঝি ছিল ভিন্ন কিছু। তবে কোচ জানালেন, দলের প্রতি তাদের বার্তা ছিল আগের মতোই।

“বার্তাটা সবসময়ই থাকে ডট বল করে চাপ গড়ে তোলা। রান রেট নিয়ন্ত্রণে রাখা। উইকেট নেওয়ার জন্যই আমাদের সেই প্রক্রিয়াটা দরকার। কিন্তু উইকেটের তাড়নায় আমরা অনেক বেশি আলগা বল করে ফেলেছি। ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, এই প্রক্রিয়াগুলোয় আমরা জোর দিয়েই বলে যাচ্ছি। কিন্তু যথেষ্ট লম্বা সময় ধরে আমরা তা করতে পারছি না। আমরা এক সেশন করতে পারি, আরেক সেশনে পারি না। লম্বা সময় চাপ ধরে রাখতে পারি না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

আইপিএলের নিলামে মুস্তাফিজ—কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন কাটার মাস্টার? নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতভাবেই ...

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: সরাসরি যেভাবে দেখবেন

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: সরাসরি যেভাবে দেখবেন

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: আজই ভাগ্য পরীক্ষা, সরাসরি যেভাবে দেখবেন নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ভক্তদের অপেক্ষার অবসান হতে ...

ফুটবল

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক, 'জনতার দুর্ভোগের মাঝখানে কেন?' – ক্ষোভে ফুঁসছেন ভক্তরা নিজস্ব ...

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

যুব এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান (১৩ ডিসেম্বর) নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে তারুণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের ...