১৫০ এর অপেক্ষায় বোলার রোচ
আছে ৬ষ্ঠ ক্যারিবিয়ান পেসার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার। তবে সাম্প্রতিক ডানহাতি এই পেসার এই মাইলফলক ছুঁয়েই সন্তুষ্ট থাকতে নারাজ। সাদা জার্সিতে অর্থাৎ টেস্টে দেশের হয়ে ৩০০ উইকেট নিতে চান রোচ।
ইনজুরির কারণে শুরুতে অ্যান্টিগা টেস্টের স্কোয়াডে ছিলেন না ইউন্ডিজ এরই তারকা বোলার। তবে শেষ মুহূর্তে এই পেসারকে অন্তর্ভুক্ত করা হয় স্কোয়াডে। ২৪২ উইকেট নিয়ে টেস্ট খেলতে নেমে তিনি ২ ইনিংস মিলিয়ে শিকার করেন ৭ উইকেট। তাতে ছুঁয়ে ফেলেন ২৪৯ উইকেট নেওয়া ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিংকে।
এবার সেন্ট লুসিয়ায় এক উইকেট নিলেই রোচ পেছনে ফেলবেন হোল্ডিংকে। সংবাদ সম্মেলনে ৩৪ ছুঁইছুঁই বয়সী এই পেসার বলেন, ‘ অবশ্যই পঞ্চাশ পার হওয়া (আপাতত লক্ষ্য ২৫০ উইকেট পূর্ণ করা)। এখন ২৪৯টা আছে, আশা করি একটা উইকেট পেয়ে যাবো আগামী ম্যাচে। এরপর আমার শরীরকে ঠিক করা ৩০০ উইকেটের জন্য। সেটা আমার, দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আদর্শ হবে। এটা অবশ্যই তালিকায় আছে।’
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই পেসারদের জন্য দারুণ জায়গা। রোচ এই মাঠে ৫ টেস্ট খেলেই নিয়েছেন ২৬ উইকেট। তার চোখে এখানকার উইকেটে ক্যারিবিয়ান পেসারদের জন্য অন্যতম সেরা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বারবাডোসের এই পেসার সারের হয়ে খেলছিলেন ইংলিশ কাউন্টি ক্রিকেট। ডানহাতি এই পেসার মনে করেন কাউন্টি খেলে শিখেছেন অনেক কিছুই। নানা দিক থেকে চ্যালেঞ্জিং ইংলিশ কাউন্টি নিয়ে তার ভাষ্য, ‘এটা সাহায্য করেছে আমার মনে হয়। কন্ডিশন, নিজে থেকেই অনেক কিছু শেখা যায়। অবশ্যই কাউন্টি ক্রিকেট খুব চ্যালেঞ্জিং। অনেক ম্যাচ খেলতে হয় অল্প দিনে। খেলার কোয়ালিটিও খুব উঁচু মানের।’
‘আলাদা কন্ডিশনে নিজেকে চ্যালেঞ্জ জানানো সবসময় ভালো। তরুণদের জন্য এই অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আমি তাদের পরামর্শ দেই যেকোনো পর্যায়ে কাউন্টি খেলতে। এটা আমাকে সাহায্য করেছে, কিছু জিনিসের সঙ্গে মানিয়ে নিতে। বডি, রিলিজ পয়েন্ট, লাইন এমন অনেক বিষয়েই’ আরও যোগ করেন রোচ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত বাড়ছে জানালো অর্থ মন্ত্রণালয়
- নতুন পে স্কেল নিয়ে যা বললেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
- বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো: কেন আলাদা হলেন তাহসান ও রোজা
- চূড়ান্ত সিদ্ধান্ত নিলো আইসিসি! চেন্নাই-হায়দ্রাবাদের নাম আলোচনায়
- বিসিবির অনুরোধ কি শেষ পর্যন্ত রাখলো আইসিসি? যা জানা গেল
- ২০২৬ সালে বাড়ল সরকারি ছুটি; তালিকা দেখুন
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- দেশের সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
- নবম পে-স্কেলের নতুন প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার দাবি কর্মচারীদের
- আজও বিশ্বে শীর্ষে ঢাকা
- জানুয়ারিতেই পে স্কেলের দাবি: ১৬ জানুয়ারি অনশনের ডাক সরকারি কর্মচারীদের
- আজকের সকল টাকার রেট: ১১ জানুয়ারি ২০২৬
- দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্ট
- আজকের সকল টাকার রেট: ১০ জানুয়ারি ২০২৬
- আজকের সোনার বাজারদর: ১১ জানুয়ারি ২০২৬
